শশুরের অসুস্থতার খবরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল না খেলেই যুক্তরাষ্ট্রে চলে যান সাকিব আল হাসান, তবে তিনি পৌঁছানোর আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে তার শশুর। এরপর থেকেই জল্পনা কবে দেশে ফিরবেন সাকিব!
আপাতত সেই প্রশ্নের উত্তর মিলেছে, সবকিছু ঠিকঠাক থাকলে ৩ জানুয়ারি দেশে ফিরবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। এরপর শুরু করবেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য প্রস্তুতি, ২০ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে আবারও ফিরতে যাচ্ছেন সাকিব।
গত অক্টোবরের ৩০ তারিখে আইসিসির নিষেধাজ্ঞা উঠে গেলেও করোনা মহামারির কারণে এখনো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হয়নি সাকিবের, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই ১ বছরেরও বেশি সময়ের অপেক্ষা কেটে যাচ্ছে তার।
সাকিবের দেশে ফেরার বিষয়টি ‘ডেইলি স্পোর্টস বিডি’কে নিশ্চিত করেছেন তার পারিবারিক একটি সূত্র, সেই সূত্র অনুযায়ী যুক্তরাষ্ট্রেই সাকিব আল হাসানের শশুরের মৃত্যুর পরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। এরপর তিনি দেশে ফিরবেন, এসে শুরু করবেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য প্রস্তুতি।