ঘরের মাঠে আজ মাশরাফি, মুশফিক এবং সাকিবের পর চতুর্থ বাংলাদেশি ক্রিকেটারের হিসেবে শততম ওয়ানডে খেলতে নেমেছেন ওয়ানডে দলের বর্তমান অধিনায়ক তামিম ইকবাল। সেই সাথে এটি তার ক্যারিয়ারের ৪০০তম আন্তর্জাতিক ইনিংসও বটে। এমন দুই মাইলফলক স্পর্শের দিন আরেকটি কীর্তি গড়েছেন দেশসেরা ওপেনার। প্রিয় সতীর্থ সাকিব আল হাসানকে ছাড়িয়ে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে এখন সবচেয়ে বেশি ফিফটির মালিক তামিম।
মিরপুরে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের ৪৮তম ফিফটির দেখা পেয়েছেন তামিম ইকবাল। ১৪৩ রানের ছোট্ট টার্গেট ব্যাট করতে নেমে তার ফিফটিতে ভর করেই ৭ উইকেটের সহজ জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করলো বাংলাদেশ।
৭৫ বলে ফিফটি তুলে নেওয়া তামিম অবশ্য খেলা শেষ করে আসতে পারেননি। এর পরের বলেই রেইফারের শিকার হন তিনি। ৩ চার আর ১ ছয়ে ৭৬ বলে ৫০ রান আসে বাংলাদেশ দলপতির ব্যাট থেকে।
আর তার এই ইনিংসেই ওয়ানডে ফিফটিতে সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন তামিম। একদিনের ক্রিকেট এত দিন দুই দেশসেরা ক্রিকেটারেরই ফিফটি সংখ্যা ছিল ৪৭।
সেই সাথে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটের ফিফটির সংখ্যাতেও সাকিবের চেয়ে এগিয়ে আছেন তামিম। যেখানে তামিমের ফিফটির ৮২ এবং সাকিবের ৮০।
তবে আজই আবার সতীর্থ তামিমকে একটুর জন্য ছোঁয়া হয়নি সাকিবের। তামিম ৫০ রান করে ফিরে গেলেও ৪৩* রানে অপরাজিত ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। উইন্ডিজদের স্কোর বোর্ডে আর কিছু রান থাকলে হয়তো আজই আবার ধরে ফেলতেন তামিমকে।