এবার সর্ষের মধ্যে থেকে বেরিয়ে এলো ভূত। উঠেছে ৩য় বারের মত বর্ণবাদী আচরণের অভিযোগ। এবার আর খেলোয়াড় নন। বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন ভারতীয় সমর্থকেরা। তাও আবার মাঠের নিরাপত্তা রক্ষীদের কাছ থেকেই।
ঘটনাচক্রে যাদের দায়িত্ব ছিল মাঠে বর্ণবিদ্বেষের ঘটনা রোখা। তারাই আক্রমণ করেছে সমর্থকদের। যে রক্ষক হয়ে আচরণ করেছেন ভক্ষকের। গোটা ব্যাপারটি নিয়ে ইতিমধ্যেই নিউ সাউথ ওয়েলসের পুলিশ এবং সিডনি ক্রিকেট গ্রাউন্ডের কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বর্ণবাদ নিয়ে কৃষ্ণ নামের ওই দর্শক একটি ওয়েবসাইটকে বলেন, তিনি বর্ণবাদের বিপক্ষে প্রতিবাদী বাক্য লিখা ব্যানার নিয়ে মাঠে ঢুকলে তাকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেয় নিরাপত্তারক্ষীরা। কারণ জিজ্ঞাসা করলে নিরাপত্তারক্ষীরা বলেন, “যদি তোমাকে প্রতিবাদ জানাতে হয়, তাহলে যেখান থেকে এসেছ সেখানেই ফিরে যাও।”
কৃষ্ণ জানিয়েছেন, “খুব ছোট দুটি ব্যানার ছিল। আমার সন্তানের পেপার রোল থেকে বানিয়েছিলাম।” ঘটানা বেশি দূর গড়ায় যখন, নিরাপত্তারক্ষীরা ওই দর্শককে তল্লাশি চালায়। তার সাথে চিল্লাপাল্লা করে বাজে আচরণ করার অভিযোগও এনেছেন তিনি।
কৃষ্ণ আরও বলেন, “মনে হচ্ছিল লোকের সামনে আমাকে নগ্ন করা হচ্ছে। আমি যেন খেলা দেখতে নয়, স্রেফ বর্ণবিদ্বেষের প্রতিবাদ করতেই ওখানে গিয়েছি। আমি এর বিচার চাই। কেন আমি বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পারব না তা জানতে চাই।”