ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যুক্ত হচ্ছে আরও ২ টি দল, ২০২২ সালের আসর থেকে আগের ৮ ও নতুন ২ টিসহ মোট ১০ টি দল অংশ নেবে।
আজ আহমেদাবাদে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বার্ষিক সভায় আইপিএলে নতুন ২ টি দলের বিষয়টি অনুমোদন দেওয়া হয়। এই বিষয়টির প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আইপিএলের গভার্নিং কমিটিকে উদ্যোগ নিতে বলা হয়েছে।
তবে আগামী আসরেই ১০ টি দল দেখা যাবে না, পরবর্তী আসরের মাত্র ৪ মাস বাঁকি থাকায় পূর্বের মতো ৮ দল নিয়েই হবে ২০২১ এর আইপিএল। পরের আসর গুলো থেকে ১০ টি দল অংশ নিবে, যোগ হবে নতুন ২ টি দল।
দলের সংখ্যা বেড়ে যাওয়ায় স্বাভাবিক ভাবেই বেড়ে যাবে আইপিএল টুর্নামেন্টের দৈর্ঘ্য, বেড়ে যাবে ম্যাচের সংখ্যাও। এর ফলে আন্তর্জাতিক ক্রিকেটের সময় সূচি আরও সংকোচিত হয়ে পড়বে, তবে এসব ভাবতে বয়েই গেছে বিসিসিআইয়ের