ব্রিসবেনে মাঠে নামলেই রের্কডবুকে নাম উঠবে অস্ট্রেলিয়ার নাথান লায়নের। শততম টেস্ট এবং ৪০০ উইকেটের রেকর্ড হাতছানি দিচ্ছে এই অফ স্পিনারকে। এমন কীর্তির সামনে দাঁড়িয়ে রোমাঞ্চিত লায়ন, বেশ গর্বও অনুভব করছেন।
এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৯৯ টেস্টে মাঠে নেমেছেন ৩৩ বছর বয়সী নাথান লায়ন। ব্রিসবেনে ১৫ জানুয়ারি সিরিজের চতুর্থ টেস্টে ভারতের বিপক্ষে মাঠে নামলেই ১৩ তম অজি ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার দারুণ এক কীর্তি গড়বেন সময়ের অন্যতম সেরা অফ স্পিনার।
সেই সাথে আরেকটি মাইলফলকের সামনেও দাঁড়িয়ে আছেন লায়ন। আর মাত্র ৪ উইকেট পেলেই টেস্টে ৪০০ উইকেটের রাজকীয় মাইলফলক স্পর্শ করবেন তিনি। এর আগে মাত্র ১৪ জন বোলারের আছে এই কীর্তি। যেখানে স্পিনার হিসেবে মাত্র চার আছেন এই তালিকায়।
টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ৮০০ উইকেট শিকার করেছেন শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন। আর এর পরেই আছেন অস্ট্রেলিয়ান লেগ স্পিনার শেন ওয়ার্ন মধ্যে। তার উইকেট সংখ্যা ৭০৮টি।
অতীততে সামনের কিছু নিয়ে না ভাবলেও, শততম টেস্ট নিয়ে বেশ উত্তেজিত লায়ন। শততম টেস্টের ভাবনাই তাকে সম্মানিত করছে। অস্ট্রেলিয়ার কিংবদন্তিদের পাশে নাম উঠানোর ম্যাচের দিকে তাকিয়ে আছেন এই অফ স্পিনার।
তবে এবারের সিরিজে নিজের নামের প্রতি তেমন সুবিচার করতে পারেননি অস্ট্রেলিয়ার সেরা স্পিনার। ৩ ম্যাচে এখন পর্যন্ত ৬ উইকেট নিয়েছেন তিনি। তবে সব কিছু ছাপিয়ে লায়ন কি পারবেন শততম টেস্ট রাঙাতে?
Discussion about this post