টিনএজে টেস্ট অভিষেকের পরে আলো ছড়ানো ক্রিকেটারদের নিয়ে একাদশ তৈরি করেছে ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন, যেখানে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১৮ বছর ১৭ দিন বয়সে টেস্ট অভিষেক মুশফিকুর রহিমের, এরপর আলো ছড়িয়ে ৩০ পেরিয়েও দলের অন্যতম ভরসা হয়ে আছেন তিনি। যে কারণে উইজডেনের টিনএজ রায়ট একাদশে শচিন টেন্ডুলকার, স্যার গ্যারি সোবার্সদের মতো কিংবদন্তিদের পাশাপাশি জায়গা করে নিয়েছেন মুশফিকুর রহিমও।
টিনএজ রায়ট একাদশে ওপেনার হিসেবে আছেন ভারতের শচিন টেন্ডুলকার ও অস্ট্রেলিয়ার নেইল হার্বি, তিনে রাখা হয়েছে ইংলিশ ব্যাটসম্যান ডেনিশ কম্পটনকে। চারে নিউজিল্যান্ডের কিংবদন্তি মার্টিন ক্রো, পাঁচে দক্ষিণ আফ্রিকার গ্রায়েম পোলক ও ছয়ে গ্যারি সোবার্সকে রাখা হয়েছে।
উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে সাতে রাখা হয়েছে বাংলাদেশি মুশফিকুর রহিমকে, উইজডেনের টিনএজ রায়ট একাদশের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া পাকিস্তানি ইমরান খানকে। তার পাশাপাশি পাকিস্তান থেকে জায়গা পেয়েছেন ওয়াসিম আকরামও, একাদশের একমাত্র বিশেষজ্ঞ স্পিনার ভারতের অনিল কুম্বলে।
একাদশের বাঁকি সদস্য অস্ট্রেলিয়ান পেস বোলার প্যাট কামিন্স, বর্তমান এখনো খেলা চালিয়ে যাচ্ছেন একাদশে দুই ক্রিকেটারের একজনও তিনি।