এইতো কিছু দিন আগেই ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে চিটাগাং আবাহনীর বিপক্ষে ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাবের আলামিন হোসেন জোরালো আঘাতে পা ভাঙায় অপারেশন টেবিলে বসতে হয়েছে। এই স্মৃতি কাটতে না কাটতেই শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের মনির হোসেন কানে ২২টি সেলাই লাগিয়েছেন। গত ২১ জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদের বিপক্ষে ম্যাচে স্ট্রাইকার মেহেদী হাসানের সঙ্গে বলের দখলের লড়াইয়ে গিয়ে মাঠে লুটিয়ে পড়েন মনির। তখন মেহেদীর বুটের স্পাইকের পাড়া পড়ে তাঁর কানে। ভাগ্য বশত কান হারাতে হয়নি এই ফুটবলারকে।
অনেক আগে থেকেই বিদেশি কোচ ও রেফারিদের অভিযোগ ছিল বাংলাদেশে শারীরিক ফুটবল বেশি খেলা হয় যা অন্য দেশে দেখতে পাওয়া যায় না। অনেক কোচই এ কারনেই বলে থাকেন বাংলাদেশের মাটিতে ফুটবলাররা নিরাপদ না। তাই সবার চাওয়া ফুটবলাররা যেন শারীরিক। ফুটবল থেকে দূরে থেকে মাঠের ফুটবলে বেশি নজর দেয়। তাহলেই দেশি ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলাররাও নিরাপদে বাংলাদেশে খেলতে পারে।