সর্বশেষ প্রকাশিত আইসিসি র্যাঙ্কিংয়ে বিরাট কোহলি এবং স্টিভ স্মিথকে ছাপিয়ে টেস্টের নাম্বার ১ ব্যাটসম্যান এখন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। বে ওভালে সদ্য সমাপ্ত বক্সিং ডে টেস্টে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ১২৯ এবং দ্বিতীয় ইনিংসে ২১ রানের সুবাদে ১৩ রেটিং পয়েন্ট যোগ হইছে কিউ কাপ্তানের খাতায়।
আর তাতেই কোহলি – স্মিথকে পিছনে ফেলে শীর্ষস্থানে উঠে এসেছেন উইলিয়ামসন। তবে শীর্ষে থাকলেও কোহলি-স্মিথকেই সেরা মানেন বিনয়ী উইলিয়ামসন। সদ্য প্রকাশিত ব্যাটসম্যানদের টেস্ট র্যাঙ্কিংয়ে কেন উইলিয়ামসনের রেটিং পয়েন্ট ৮৯০। দুই থাকা ভারতীয় কাপ্তান ভিরাট কোহলির পয়েন্ট ৮৭৯। আর তারপরেই স্টিভ স্মিথের পয়েন্ট ৮৭৭।
আইসিসির অফিশিয়াল টুইটারে প্রকাশিত একটি ভিডিওতে উইলিয়ামসন বলেন, “তারা দুইজনই (ভিরাট কোহলি এবং স্টিভ স্মিথ) সেরা। তাই তাদের ছাপিয়ে যাওয়া আমার কাছে বেশ বিস্ময়কর। বছরের পর বছর ধরে সব ফরম্যাটেই ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাচ্ছে তারা। তাই তাদের বিরুদ্ধে খেলতে পারায় নিজেকে ভাগ্যবান মনে করি।”
কিউই দলপতি নিজের র্যাঙ্কিংয়ের চেয়ে দলের জন্য ভূমিকা রাখাকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করেন। তিনি বলেন, “মূল বিষয়টা হলো দলের জন্য যত বেশি সম্ভব চেষ্টা করে যাওয়া। সেই প্রচেষ্টা যদি র্যাঙ্কিংয়ে প্রতিফলিত হয় তবে সেটা আরও দারুণ।”
এর আগে ২০১৫ সালে সর্বশেষ ব্যাটসম্যানদের টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন কেন উইলিয়ামসন।