ক্রিকেট যদি রেকর্ড ভাঙা-গড়ার খেলা হয়ে থাকে তাহলে তার বরপুত্র বলা যেতে পারে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে। প্রতিটা ম্যাচেই কোন না কোন রেকর্ড নিজের করে নেন, কখনও কাউকে টপকে যেয়ে, আবার কখনও যেটা আগে হয়নি সেটা গড়ে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ব্যাট করতে নেমে অনন্য এক রেকর্ডের মালিক বনে গেছেন সাকিব আল হাসান। বিশ্বের প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে নির্দিষ্ট একটা দেশে ৬ হাজার রান ও ৩০০ উইকেটের রেকর্ড গড়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
এই রেকর্ড নেই বিশ্বের দ্বিতীয় কোন ক্রিকেটারের, এমন কি একটা নির্দিষ্ট দেশে আন্তর্জাতিক ক্রিকেটে ৫ হাজার রান ও ৩০০ উইকেটও নেই কারোরই। ৪ হাজার রান ও ৩০০ উইকেট আছে শুধুমাত্র দুজনের, তারা হলেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জ্যাক ক্যালিস ও ভারতীয় অলরাউন্ডার কপিল দেব।
একটা নির্দিষ্ট দেশে সর্বোচ্চ রান ও উইকেটঃ
- সাকিব আল হাসান – ৬ হাজার রান ও ৩০০ উইকেট।
- জ্যাক ক্যালিস – ৪ হাজার রান ও ৩০০ উইকেট।
- কপিল দেব – ৪ হাজার রান ও ৩০০ উইকেট।