প্রিয় দলকে সমর্থন দিতে কত অভিনব পন্থা আর অনেক ত্যাগ শিকার করতে দেখা যায় সমর্থকদের। দলকে সমর্থন দিতে দেশ বিদেশের যেখানেই খেলা হোক না কেন হাজির হন তারাও। কিন্তু তাই বলে ১০ মাস ঘর ছাড়া! এমন ঘটনা আগে হয়তো দেখেনি কেউ!
গেল বছর মার্চে শ্রীলঙ্কা সফরে গিয়েছিল ইংল্যান্ড ক্রিকেট দল। প্রিয় দলের খেলা দেখতে লংকায় উড়াল দিয়েছিলেন ইংলিশ সমর্থক রব লিউস। কিন্তু করোনা প্রাদুর্ভাবে সিরিজ স্থগিত হয়ে গেলে দেশে ফিরে আসেন জো রুটরা। কিন্তু ফেরা হয়নি লিউসের।
লঙ্কা দ্বীপে আটকে পড়া ইংলিশ সমর্থক জীবিকার তাগিদে পরবর্তীতে ওয়েব জিজাইনার হিসেবে কাজ শুরু করেন। কাজ করেন নাইট ক্লাবের ডিজে হিসেবেও।
দীর্ঘ ১০ মাস পর আবারও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে গেছেন জো রুটরা। কিন্তু এত দীর্ঘ সময় পর মাঠে খেলা ফিরলেও কাঙ্ক্ষিত সেই খেলা দেখা হচ্ছে না ইংল্যান্ডের সেই ভক্তের। করোনা প্রাদুর্ভাবের জন্য এখনও মাঠে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা জারি রেখে শ্রীলঙ্কা সরকার।
তবে পিছপা হননি লিউস। লংকার পুলিশের অনুমতি নিয়ে গল ফোর্টে ইংল্যান্ডের তিন পতাকা টাঙিয়ে রেখে এসেছেন তিনি। তবে খেলা দেখার আশা এখনও ছাড়েননি এই ইংলিশ ভক্ত। পুলিশ প্রধানের সাথে দেখা করে মাঠে বসে খেলা দেখার অনুমতিপত্র পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
এখন শেষ পর্যন্ত লিউসের স্বপ্ন পূরণ হয় কিনা তা সময়ই বলে দিবে।