সিডনিতে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া – ভারত টেস্ট সিরিজের তৃতীয় টেস্টে ইতিহাসের প্রথম নারী আম্পায়ার হিসেবে পুরুষদের টেস্ট ম্যাচ পরিচালনার দায়িত্বে নেমে অনন্য একক কীর্তি গড়লেন অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোস্যাক। এই প্রথম এমন কোনো ঘটনা দেখলো ক্রিকেট বিশ্ব।
চলমান বোর্ডার – গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টে চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন ক্লেয়ার পোলোস্যাক।
এর আগে ছেলেদের ওয়ানডে ক্রিকেটেও অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করে ইতিহাস গড়েছিলেন পোলোস্যাক।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ
চার ম্যাচের টেস্ট সিরিজে ১ – ১ এ সমতায় আছে দুই দল। অ্যাডিলেডে প্রথম টেস্টে ভারতকে ৮ উইকেটে হারিয়েছিলো স্বাগতিক অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টে মেলবোর্নে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়েই সমতায় ফিরেছিলো সফরকারী ভারত৷
ছবিঃ আইসিসি