গল টেস্টের প্রথমদিনে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট করছে স্বাগতিক শ্রীলংকা ক্রিকেট দল, তিনে নেমে স্টুয়ার্ট ব্রডের বলে জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে আউট হয়েছেন কুশাল মেন্ডিস। এই নিয়ে টানা ৪ ইনিংসে শূন্য রানে আউট হলেন লঙ্কান এই ব্যাটসম্যান, যা টেস্টে দেশটির হয়ে টানা সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার রেকর্ড।
কুশাল মেন্ডিসের শূন্য রানে আউট হওয়ার শুরুটা হয়েছিল সেঞ্চুরিয়ানে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন তিনি। একই প্রতিপক্ষের জোহানেসবার্গ টেস্টে দুই ইনিংসেই শূন্য রানে আউট হন মেন্ডিস, এরপর প্রতিপক্ষ আর কন্ডিশন বদলে গেলেও ফলাফল পাল্টায়নি।
সব ফর্মেট মিলিয়ে টানা ৪ ইনিংসে শূন্য রানে আউটে মেন্ডিসের সঙ্গী আরও ২ শ্রীলংকান ক্রিকেটার, প্রথম লঙ্কান ক্রিকেটার হিসেবে চার ইনিংসে শূন্যতে ফিরেছিলেন কিপার-ব্যাটসম্যান গাই ডি আলউইস। পেসার নুয়ান প্রদিপের এই অভিজ্ঞতা হয়েছে দুই দফায়, ২০১৫ ও ২০১৭ সালে দুইবার তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে যান তিনি।
আরও বিশদ ভাবে বিবেচনা করলে টানা ৪ ইনিংসে শূন্য রানে আউট হওয়ার রেকর্ড আছে আরও ২৩ ক্রিকেটারের, বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে এই রেকর্ড শুধুমাত্র শ্রীলংকান কুশাল মেন্ডিস, অস্ট্রেলিয়ার মার্ক ওয়াহ ও নিউজিল্যান্ডের লরি মিলারের।
তবে আন্তর্জাতিক ক্রিকেটে টানা ৪ শূন্যকেও পেছনে ফেলেছেন বব হল্যান্ড, অজিত আগারকার ও মোহাম্মদ আসিফ। তাদের টানা ৫ ইনিংসে শূন্য রানে আউট হওয়ার অভিজ্ঞতা আছে। এদের মধ্যে ভারতীয় অজিত আগারকার বিশেষ কারণে অনন্য, কারণ এই ৫ বার শূন্য রানে আউট হতে তিনি খেলেছেন মোটে ৬ টি বল; অর্থ্যাৎ মাত্র ১ টি ইনিংসেই ১ টির বেশি বল খেলেছিলেন তিনি।