বাংলাদেশের কন্ডিশনে স্পিনই যে উপমহাদেশের বাহিরের দল গুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা নতুন করে বলার কিছু নেই, সেটা যে কোন ফর্মেটই হোক না কেন। ওয়ানডে সিরিজে স্পিনেই কুপোকাত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল, ২০১৮ সালে টেস্ট সিরিজেও স্পিনের কাছে হার মেনেছিলেন তারা।
ওয়ানডের পর টেস্ট সিরিজেও যে স্পিন ঘূর্ণি অপেক্ষা করছে সেটা জানেন ওয়েস্ট ইন্ডিজ দলের পেসার কেমার রোচও, সেই কারণেই কি-না উইকেট নিয়ে ভাবছেই তারা। উইকেট যেমনই হোক না কেন, নিজেদের পরিকল্পনা ও কাজটা ঠিকঠাক ভাবে করার দিকেই মনোযোগী ক্যারিবিয়ানরা।
বাংলাদেশের কন্ডিশনে পেসারদের জন্য পরিকল্পনা বাস্তবায়ন করাটা সব সময়ই যে কঠিন সেই বাস্তবতাটা মেনে নিচ্ছেন কেমার রোচ। তিনি বলেন, “ওয়ানডেতে ফাস্ট বোলারদের জন্য তেমন কিছু ছিল না, তবে পিচ খারাপ ছিল না। ঢাকার উইকেট সব সময়ই দারুণ, আমরা চাইলে সেখানে কিছুটা বাড়তি বাউন্স আদায় করে নিতে পারি।”
উইকেটে পেসারদের জন্যও কিছু থাকবে বলে আশা করছেন কেমার রোচ, “আমার মনে হয়, আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে বাংলাদেশ আমাদের কি ধরনের উইকেট দেয়। এরপর আমরা নিজেদের পরিকল্পনা সাজাবো, আমার ধারণা ফাস্ট বোলারদের জন্য কিছু হলেও থাকবে। আমি ম্যাচের জন্য অপেক্ষা করছি, আমি নিশ্চিত তারা আমাদের যাই দেক না কেন আমরা সেখানে আমাদের কাজটা করতে পারবো।”
টেস্ট সিরিজে ভালো কিছুর প্রত্যাশা করছেন কেমার রোচ। ক্যারিবিয়ান এই পেসার বলেন, “আমার মনে হয়, আমরা এখানে ভালো কিছু করতে পারি। তবে এরজন্য আমাদের অনেক কঠিন সংগ্রাম করতে হবে, ভালো পরিকল্পনা করতে হবে এবং স্মার্ট ক্রিকেট খেলতে হবে। এটা করার জন্য অনেক কিছু করতে হবে।”
৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে শুরু হবে দুই দলের টেস্ট সিরিজ, সিরিজের দ্বিতীয় টেস্ট ১১ ফেব্রুয়ারি। টেস্ট সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।