সাকিবের ঘূর্ণি ও হাসান মাহমুদ-মুস্তাফিজদের গতির ঝড়ে ওয়েস্ট ইন্ডিজকে ১২২ রানে অলআউট করে দিয়ে ৭ উইকেটের সহজ জয় দিয়ে আইসিসি ওয়ানডে সুপার লিগ শুরু করেছে বাংলাদেশ।
১২৩ রানের লক্ষ্যটা খুব একটা বড় নয়, যার ফলে দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাসের শুরুটাও ছিল অতি-সাবধানী। তবে লিটনের চেয়ে অনেকটা সাবলীল ভাবেই ব্যাট চালিয়েছেন অধিনায়ক তামিম। অনেকটা স্বাচ্ছন্দ মনে হয়েছে শুধুমাত্র তামিম ইকবালকেই। বাকি সবাই রানের জন্য কঠিন লড়াই করেছেন।
দীর্ঘদিন বাদে ক্রিকেটে ফিরে বেশ চাপেই ছিল বাংলাদেশ। যেটা সাকিবও জানিয়েছেন। চাপে থাকা বাংলাদেশকে নেতৃত্ব দেয়াটা যে দ্বিগুন চাপের, তা জানতেন তামিমও। তবে সেই চাপকে দারুণ ভাবে জয় করেছেন তিনি।
শুরুতে উইকেট ব্যাটিং সহায়ক মনে হলেও তা ছিল স্পিন স্বর্গ। ভিজিটর বোলারদের স্পিন বল বেশিরভাগ সময়েই সাপের মত কামড় দিয়েছে। স্পিনের বিপক্ষে সাবলীল ছিলেন না কেউই। বাকি সবার চেয়ে ভিন্ন ছিলেন কেবল তামিম ইকবাল।
বল হাতে প্রথম ইনিংসের কান্ডারী যদি হন সাকিব, তবে ২য় ইনিংসে বাংলাদেশের পিছনে ব্যাট হাতের কান্ডারি তামিম। করেছেন ৬৯ বলে অতি মূল্যবান ৪৪ রান। তামিমের ইনিংস সাজানো ছিল ৭ বাউন্ডারিতে। সবকিছু ছাপিয়ে তামিম যেভাবে নতুন মেয়াদে,নেতৃত্ব আরম্ভ করলেন তা ভালো কিছুরই ইঙ্গিত দিল।