ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেও খেলার মাঠ থেকে বেশিদিন দূরে থাকতে হচ্ছে না সাবেক পাকিস্তানি পেসার উমর গুলকে। তবে এবার নতুন ভূমিকায় দেখা যাবে তাকে। আসন্ন পাকিস্তান সুপার লিগের ষষ্ঠ আসরে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করতে দেখা যাবে তাকে।
২০১৬ সালের পর পাকিস্তানের জার্সি গায়ে আর খেলতে দেখা যায়নি উমর গুলকে। তবে ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছিলেন এই গতি তারকা। গেল অক্টোবরে সেখান থেকেও নিজেকে সরিয়ে নেন গুল। ন্যাশনাল টি-টোয়েন্টি কাপের ম্যাচ দিয়েই খেলোয়াড়ি জীবনের ইতি টানেন টি-টোয়েন্টির সাবেক ‘নাম্বার ওয়ান’ পেসার।
তারই সাবেক সতীর্থ আব্দুল রাজ্জ্বাকের বদলে নিয়োগ পেয়েছেন গুল। নতুন নিয়ম অনুযায়ী পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে যুক্ত কোচ কিংবা টিম ম্যানেজমেন্টের কেউ পিএসএলের কোচিং প্যানেলে থাকতে পারবে না। যে কারণে বাধ্য হয়েই রাজ্জাককে ছেড়ে দিতে হয়েছে গ্ল্যাডিয়েটর্সের।
এর আগে পিএসএলের প্রথম দুই আসরে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের খেলোয়াড় হিসেবেও খেলেছেন উমর গুল।
কোচের দায়িত্ব পেয়ে রোমাঞ্চিত গুল বলেন, “পিএসএলের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি কোয়েটা গ্লাডিয়েটর্সের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি অনেক আনন্দিত। এই দলে দারুণ কয়েকজন তরুণ বোলার রয়েছে এবং তাদের সাথে কাজ করতে মুখিয়ে আছি। আমার উপর বিশ্বাস রাখার জন্য এবং সুযোগ দেয়ার জন্য নাদিম ওমর ও মঈন খানকে অসংখ্য ধন্যবাদ।”
পাকিস্তানের জার্সি গায়ে ৪৭ টি টেস্ট, ১৩০ টি ওয়ানডে এবং ৬০টি টি-টোয়েন্টি খেলেছেন উমর গুল। যেখানে যথাক্রমে শিকার করেছেন ১৬৩, ১৭৯ এবং ৮৫ টি উইকেট।
২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে ফাইনালে তোলা এবং ২০০৯ সালে দলকে চ্যাম্পিয়ন করায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই পেসার। দুই আসরেই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনি। এছাড়া আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ ৮৫৭ রেটিং পয়েন্ট অর্জন করেছিলেন গুল, যা এখনও বিশ্বরেকর্ড।
Discussion about this post