দীর্ঘদিন নেই ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান সিরিজ। বর্তমান ক্রিকেটে উত্তাপ ছড়ায় এমন সিরিজের হিসেব করলে অ্যাশেজের পরেই হয়তো থাকবে ভারত অস্ট্রেলিয়ার বোর্ডার-গাভাস্কার ট্রফি। মাঠের ক্রিকেট যেমন উত্তাপ ছড়াচ্ছে তেমনি মাঠের বাইরের নানা বিতর্কের কারনে ভিন্ন মাত্রা পাচ্ছে সিরিজটি।
তবে সব উত্তেজনা কেড়ে নিচ্ছে দুই দলের ইনজুরি সমস্যা। ভারতের প্রথম টেস্টের দল থেকে ইনজুরির কারণে নেই ৫ জন ক্রিকেটার। ভিন্ন নয় স্বাগতিক অস্ট্রেলিয়াও। আছে একাধিক চোটের সমস্যা।
ক্রিকেটারদের অতিরিক্ত হারে চোটে পড়ার পিছনে কারণ হিসেবে আইপিএলকে দুষছেন অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার। তার মতই আইপিএলই যেন নষ্ট গুড়ের খাজা। করোনা পরবর্তি সময়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের আইপিএলের পাশাপাশি অতিরিক্ত ম্যাচ খেলাকেই দায়ী করেছেন এই কোচ।
দলের ইনজুরি সমস্যা নিয়ে সংবাদ সম্মেলনে ল্যাঙ্গার বলেন, “আমি আইপিএলকে পছন্দ করি। আমি আইপিএল দেখি সেভাবেই, যেভাবে তরুণ ক্রিকেটারদের অভিজ্ঞতা অর্জনের জন্য ইংলিশ কাউন্টিকে দেখা হত। কাউন্টিতে কোন ক্রিকেটার গেলে তার দারুণ অভিজ্ঞতা হত। এখন সেটা আইপিএলেও হয়।
তেমনি আইপিএলে সাদা বলের ক্রিকেটে তরুণরা দারুণ অভিজ্ঞতা অর্জন করতে পারে। তবে সময়সূচিতে অনেকখানি গড়মিল হয়েছে। যার প্রভাব এখন এই সিরিজে এসে পড়েছে। এখন দেখার পালা সামনের গ্রীষ্মে আরও কত অজি ক্রিকেটার ইনজুরিতে পড়ে!”