পূর্ণাঙ্গ সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে ভারতীয় ক্রিকেট দল, কিন্তু বোর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় ম্যাচে মাঠে নামার আগে করোনা প্রটোকল ভেঙে আইসোলেশনে যেতে হয়েছে ভারতীয় ৫ ক্রিকেটারকে।
প্রটোকল ভঙ্গ করা ভারতীয় ৫ ক্রিকেটার হচ্ছেন, সহ-অধিনায়ক রোহিত শর্মা, রিশাভ পান্ত, শুভমান গিল, রবিন্দ্র জাদেজা ও নবদ্বীপ সাইনি। আগামী ৭ জানুয়ারি শুরু হবে দুই দলের তৃতীয় টেস্ট, তবে সেই ম্যাচে এই ক্রিকেটাররা খেলতে পারবেন কি না তা এখনো জানা যায়নি।
ঘটনাটা ১ জানুয়ারির, ইংরেজি নববর্ষ উপলক্ষে টিম হোটেলের বাহিরে খেতে যান উল্লেখিত ৫ ক্রিকেটার। সেখানে এক ভক্তের সাথেও মিশেছেন রোহিত-জাদেজারা, বিষয়টি জানাজানি হলে তাদের আইসোলেশনে পাঠানো হয়।
অস্ট্রেলিয়া চলছে করোনার দ্বিতীয় ঢেউ, যার কারণে করোনা প্রটোকল নিয়ে বেশ সচেতন ক্রিকেট অস্ট্রেলিয়া। কোন ধরণের ঝুঁকি নিতে রাজি নয় সিএ, সবচেয়ে বেশি দ্বিতীয় ঢেউ লাগা সিডনিতে হবে সিরিজের তৃতীয় টেস্ট।