সারা বিশ্বের ৪০০ এর বেশি ক্রিকেটারের সাথে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছিলেন বাংলাদেশের ২০ ক্রিকেটার। কিন্তু রবিবার (১০ জানুয়ারি) লাহোরে অনুষ্ঠিত নিলামে কোনো বাংলাদেশি ক্রিকেটারের প্রতি আগ্রহ দেখাইনি ফ্যাঞ্জাইজিগুলো।
আসরের ৪ ক্যাটাগরির সবচেয়ে দামী প্লাটিনাম ক্যাটাগরিতে ছিলেন মুস্তাফিজুর রহমান। আর তারপরেই গোল্ড ক্যাটাগরিতে বাংলাদেশ টি-২০ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। গোল্ড ক্যাটাগরিতে ছিলেন সর্বাধিক ১১ টাইগার ক্রিকেটার। আর সর্বশেষ সিলভার ক্যাটাগরিতে ছিলেন ৭ বাংলাদেশি ক্রিকেটার।
২০ ফেব্রুয়ারি মাঠে গড়ানো পিএসএলের ষষ্ঠ আসরটি, ২২ মার্চ ফাইনাল দিয়ে ইতি টানবে। করোনার কারণে শুধুমাত্র পাকিস্তানের লাহোর এবং করাচিতে অনুষ্ঠিত হবে আসরের সবগুলো ম্যাচ। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে উদ্ভোদনী ম্যাচে লড়বে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন করাচি কিংস। আর ২২ মার্চ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের আসরের ফাইনাল।
পিএসএলের ড্রাফটে নাম লেখানো বাংলাদেশের ২০ ক্রিকেটারের তালিকাঃ
প্লাটিনাম ক্যাটাগরি: মোস্তাফিজুর রহমান
ডায়মন্ড ক্যাটাগরি: মাহমুদউল্লাহ রিয়াদ
গোল্ড ক্যাটাগরি: তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, সানজামুল ইসলাম, আবুল হাসান, আল আমিন হোসেন, অলক কাপালি, জুবায়ের হোসেন লিখন
সিলভার ক্যাটাগরি: এনামুল হক বিজয়, মেহেদী হাসান, মেহেদী হাসান রানা, নাসুম আহমেদ, মনির হোসেন, রাফসান আল মাহমুদ, আবু সায়েম চৌধুরী
ছবিঃ জামিন ব্লগ