বিকেএসপিতে নিজেদের মধ্যে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে তামিম একাদশ ও মাহমুদউল্লাহ একাদশ, আগের ম্যাচে ৫ উইকেটে জয় পাওয়া মাহমুদউল্লাহ একাদশ আগে ব্যাট করছে।
আগে ব্যাট করতে নেমে শুরুতে ফিরে যান মাহমুদউল্লাহ একাদশের ওপেনার ইয়াসির আলী রাব্বি, মাহেদি হাসানের বলে ফিরে যান তিনি। শুরুতে উইকেট হারালেও ভালোই এগিয়ে যাচ্ছে মাহমুদউল্লাহ একাদশ। শেষ খবর পর্যন্ত তাদের সংগ্রহ ১৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৬৯ রান।
এখন ব্যাট করছেন ওপেনার নাঈম শেখ ও সাকিব আল হাসান, প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও দুই দলের নেতৃত্ব দিচ্ছেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম ম্যাচে না খেলা তাসকিন আহমেদ এই ম্যাচে খেলছেন, তবে ইঞ্জুরি সমস্যা থাকায় শুধুমাত্র বোলিংটাই করছেন টাইগার এই পেসার।
এর আগে একই ভেন্যুতে প্রথম প্রস্তুতি ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের অপরাজিত ফিফটিতে ৫ উইকেটে জিতে মাহমুদউল্লাহ একাদশ, ৪০ ওভারের সেই ম্যাচে বোলাররা ভালো করতে পারলেও রিয়াদ-নাঈম ছাড়া বলার মতো সুবিধা করতে পারেননি দুই দলের আর কোন ব্যাটসম্যান।