এক সপ্তাহের ব্যবধানে জিম্বাবুয়েতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৩৪২ জন, সাথে মারা গেছেন ২৯ জন। ফলে নতুন করে লকডাউনের ঘোষণা করেছে দেশটির সরকার। ফলে সব ধরণের খেলাধুলায়ও স্থগিতাদেশ দিয়েছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। আর এরই প্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য সকল ধরনের ক্রিকেট স্থগিতের ঘোষণা দিয়েছে ক্রিকেট জিম্বাবুয়ে (জেডসি)।
৩রা জানুয়ারি (রবিবার) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। তবে সব কিছু আবার ঠিক হলে দ্রুত মাঠে ফেরার আশাবাদ ব্যক্ত করেছে তারা।
এর আগে মে মাসের শুরুতেও করোনা প্রাদুর্ভাবে সারা বিশ্বের ন্যায় জিম্বাবুয়েতেও সব ধরনের ক্রিকেট বন্ধ হয়ে গেছিলো। আক্রান্তের হার কমে যাওয়া স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়া ক্রিকেটে ফিরেছিলো টেইলররা।
ছবিঃ ইন্ডিয়া টুডে