বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি-bksp) সাধারণ শিক্ষার পাশাপাশি ক্রিকেট, ফুটবল, টেনিস, অ্যাথলেটিকস, জিমন্যাস্টিকস, বক্সিং ইত্যাদি বিষয়ে শর্ট কোর্স এবং দীর্ঘমেয়াদি কোর্স চালু রয়েছে। এখানে নির্দিষ্ট মেয়াদের কোর্স শেষে আপনিও হতে পারেন, সাকিব-তামিমদের আন্তর্জাতিক বা জাতীয় অঙ্গনের খেলোয়াড়। শুধু ক্রিকেট না। বিভিন্ন রকম খেলার খেলোয়াড় হতে পারবে যে কেউ।
কোর্সের নামঃ নিয়মিত প্রশিক্ষণার্থী।
- ব্যাচঃ ২০২১
- সব জেলা থেকেই আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
- আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের ভর্তি পরীক্ষার আগেই অনলাইনে ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন করতে হবে।
- ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীর হার্ড কপিটি অবশ্যই শিক্ষার্থীর সাথে আনতে হবে ও ২০০ টাকা পরীক্ষার কেন্দ্রে জমা দিয়ে ভর্তি পরিক্ষায় অংশগ্রহণ করতে হবে।
বিকেএসপিতে ভর্তির জন্য আবেদন করতে হবে অনলাইনে। http://bkspbd.com/ এই লিংকএ প্রবেশ করে স্ক্রিনের ডান পাশের লগইন অপশনে ক্লিক করতে হবে। এর পর লগিন করে ছাত্র/ছাত্রী অপশন থেকে অনলাইন রেজিস্ট্রেশনের পর ফরম পূরণ করে সাবমিট করতে হবে।

রেজিস্ট্রেশনের শেষ তারিখঃ অঞ্চলভেদে বিভিন্ন দিনে আবেদনের সময় শেষ হবে। যেমন সিলেটে ০৫-০৬ ফেব্রুয়ারি, বরিশালে ০৯-১০ ফেব্রুয়ারি, খুলনায় ১২-১৩ ফেব্রুয়ারি, রংপুর ১৯-২০ ফেব্রুয়ারি, রাজশাহী ২২-২৩ ফেব্রুয়ারি, রংপুর ২৬-২৭ ফেব্রুয়ারি, ঢাকা এবং ময়মনসিংহ ০৫-০৬ মার্চ পর্যন্ত চলবে।
অঞ্চল ভিত্তিক কেন্দ্র এবং যোগাযোগের ঠিকানাঃ নীচে দেয়া ছবিতে উল্লেখ করা হলো।
জেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই কর্মসূচীঃ
- প্রশিক্ষণের নামঃ তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম ২০২১।
- ব্যাচঃ ২০২১
- প্রথম পর্যায়ে প্রশিক্ষণের মেয়াদ ০১ মাস।
- সব জেলা থেকেই আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
- আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থী অনলাইন এ আবেদন করতে পারবেন।
রেজিস্ট্রেশনের শেষতারিখঃ ২৫ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ ২০২০ ( সরাসরি বাছাই ) ।
বিকেএসপি ডিপ্লোমা ভর্তি বিজ্ঞপ্তি ২০২১
- কোর্সের নামঃ স্নাতকোত্তর ডিপ্লোমা ইন স্পোর্টস সাইন্স।
- ব্যাচঃ ২০১৯-২০২১
- কোর্সের মেয়াদ ১০ মাস।
- সকল জেলা থেকেই আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
- আবেদন পদ্ধতিঃ আগ্রহী প্রার্থী বা তাদের অভিভাবককে অনলাইন ভর্তি আবেদন জমা দিতে হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীর হার্ড কপিটি অবশ্যই শিক্ষার্থীর সাথে আনতে হবে।
রেজিস্ট্রেশনের শেষ তারিখঃ ৩০ সেপ্টেম্বর ২০২০।