দীর্ঘ এক বছর পর নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেছেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে সুযোগ পেয়েছেন বঙ্গবন্ধু টি-২০ কাপ দিয়ে নিজেকে ফিরে পাওয়ার সুযোগ। কিন্তু দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় সাকিবের ব্যাটে কিছুটা মরিচাই ধরেছে হয়তো। রান পাননি বঙ্গবন্ধু টি-২০ কাপে।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেসএসপি) নিজেদের মধ্যকার প্রস্তুতি ম্যাচে বল হাতে উইকেট শূন্য থাকার পর ব্যাট হাতেও রানের দেখা পাননি বাংলাদেশের এই বিশ্বসেরা অলরাউন্ডার।
সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে জাতীয় দলের ক্রিকেটাররা দুই ভাগে ভাগ হয়ে খেলছেন প্রস্তুতি ম্যাচ। যেখানে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মাহমুদউল্লাহ একাদশ। ৪০ ওভারের এই ম্যাচে প্রথম ইনিংসে সাকিবদের ১৬২ রানের লক্ষ্য দেয় মাহমুদউল্লাহ একাদশ।

এই ম্যাচে প্রথম ইনিংসে বল হাতেও ভালো করতে পারেননি সাকিব। ৬ ওভারে ৩১ রান দিয়ে উইকেটের দেখা পাননি। পরে ব্যাটিংয়ে নেমে পাননি রানও। ২৩ বলে মাত্র ৯ রান করে রান আউট হয়ে হয়ে ফিরেছেন তিনি। কদিন বাদেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। এমন গুরুত্বপূর্ণ সিরিজের আগে রঙহীন সাকিব বাড়াচ্ছেন বাংলাদেশের দুশ্চিন্তা। চুড়ান্ত সিরিজে সহজাত সাকিবের দেখা মিলবে এমনটিই প্রত্যাসা সবার।
২০ জানুয়ারি ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে গ্রাবে দুই দলের লড়াই।