যারা নিয়মিত বিশ্ব ফুটবলের খবর রাখেন তাদের কাছে ২০১৬ সালের সেই মর্মান্তিক স্মৃতি টা মনে করা খুব কঠিন বিষয় নয়। হ্যা, বলছি ব্রাজিলিয়ান ক্লাব শাপেকোয়েনসের সেই দুর্ঘটনার কথা। যে দুর্ঘটনার কথা মনে পড়লে এখনও বুকটা কেপে উঠে ব্রাজিলিয়ানদের। এখনও কাঁদায় ব্রাজিলের ফুটবলকে। কোপা সুদামেরিকানার ফাইনালে কলম্বিয়ার অ্যাতলেতিকো নাসিওনালের বিপক্ষে খেলতে যাওয়ার পথে মেদেলিনে বিধ্বস্ত হয় বিমান। বিমানে থাকা ৭৭ জনের মধ্যে ৭১ জনই তখনি না ফেরার দেশে পাড়ি জমান। এর দুই বছর আগে ব্রাজিলের আরেক ক্লাব ইন্তারনাসিওনালের সাবেক অধিনায়ক ফার্নান্দো বিমান দুর্ঘটনায় মারা যান।
এসব স্মৃতি ভুলতে না ভুলতেই আবারও এক মর্মান্তিক মুহূর্তের সাক্ষী হলো ব্রাজিল ফুটবল। আজ (রবিবার) বিমান দুর্ঘটনায় শোকের কালো ছায়া নামিয়ে এনেছে ব্রাজিলের ফুটবলে। ব্রাজিলের চতুর্থ বিভাগের ক্লাব পালমাসের চার খেলোয়াড় ও ক্লাবটির সভাপতি ও বিমানের পাইলটও মারা গেছেন এই দুর্ঘটনায়।
পালমাস ক্লাব থেকে জানানো হয়েছে, “চার ফুটবলার লুকাস প্রাসেদেস, গিলের্মে নো, রানুলে ও মার্কাস মলিনারি সহ ক্লাব সভাপতি লুকাস মেইরাকে হারিয়েছে পালমাস।”
তারা আরও জানান, “বিমান টেকঅফ করেছিল, এরপর তোকানতিনেসে এভিয়েশন অ্যাসোসিয়েশনের রানওয়ের শেষ প্রান্তে গিয়ে বিধ্বস্ত হয়। বিমানে থাকা কেউই আর বেচে নেই।”
তবে কোন উড়োজাহাজে চড়েছিলেন খেলোয়াড়েরা, সেটি নিশ্চিত করে জানায়নি পালমাস।

আগামী মঙ্গলবার ব্রাজিলের ঘরোয়া কাপ টুর্নামেন্ট কোপা ভের্দের শেষ ষোলোতে ক্লাব ভিলা নোভার বিপক্ষে খেলার জন্য প্রায় ৮০০ কিলোমিটার দূরের শহর গোইয়ানিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলো। কিন্তু এটাই তাদের শেষ যাত্রা সেটা কি কখনও ভেবেছিলেন?