দীর্ঘ সময় করোনা আক্রান্ত ছিলেন বাংলাদেশ ফুটবল দলের হেড কোচ জেমি ডে। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নেপাল যাওয়া নিয়েও সংশয় জেগেছিল জেমির। পরে অবশ্য গিয়েছিলেন কাতারে। সেখান থেকে বাংলাদেশে না ফিরে সোজা চলে গিয়েছিলেন ইংল্যান্ডে। ছুটি কাটিয়ে ১ মাসেরও বেশি সময় পর ফিরেছেন বাংলাদেশে।
কাতারের বিপক্ষে বাংলাদেশের বিধ্বস্ত হবার পর বাতাসে জেমিকে ঘিরে নানান গুঞ্জব সরব হয়েছিল, চাকরী হারিয়েছেন জেমি ডে। তবে বাংলাদেশে ফিরে সব গুজব ভুল প্রমাণিত করেছেন এই কোচ।
জেমির সাথে ছুটিতে গিয়েছিলেন তার ডেপুটি স্টুয়ার্ট ওয়াটকিসও। তিনি অবশ্য আগেই ফিরেছেন বাংলাদেশে। বাংলাদেশে ফিরে ১৪ দিনের কোয়ারেন্টাইনে আছেন তিনি। সেখান থেকে ফিরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২য় পর্বের ম্যাচ গুলো দেখবেন তিনি। ১৮ জানুয়ারি শেষ হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব।
তবে অবশ্য জেমি ডে ফিরেছেন ভিন্ন লক্ষ্য নিয়েই। ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে মাঠে বসে দেখেবেন খেলা। পর্যবেক্ষণ করবেন প্রিয় শীষ্যদের। ঢাকায় এসে গণমাধ্যমকে জেমি বলেন, “এখন আমাকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। তারপর আমি স্টেডিয়ামে গিয়ে লিগের ম্যাচ দেখব। ফেব্রুয়ারিতে শুরু করব জাতীয় দলের ক্যাম্প। আমাদের বিশ্বকাপ বাছাইয়ের তিনটি ম্যাচ বাকি আছে। তার জন্য আমি রেডি হবো।”
মূলত আগামী মার্চ ও জুনের বিশ্বকাপ বাছাইয়ের বাকি ৩ ম্যাচের জন্য জাতীয় দল সাজাতেই লিগের খেলাগুলো দেখবন তিনি।