চলমান নিউজিল্যান্ড সফরে দলে জায়গা না পেয়ে বোর্ডের সাথে অভিমান করে গত ১৭ই ডিসেম্বর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। তবে এমন সিদ্ধান্তের জন্য ভবিষ্যতে আফসোস করবেন বাহাতি পেসার এমনটাই মনে করেন পাকিস্তানের আরেক সাবেক পেসার মোহাম্মদ আসিফ।
বোর্ডের সাথে মনম্যালিন্য হয়ে এর আগেও অনেক প্রতিভাবান খেলোয়াড়ের ক্যারিয়ার শেষ হয়ে যাওয়া পাকিস্তানের ইতিহাস নতুন নয়। শোয়েব আখতার, উমর আকমল এর উৎকৃষ্ট উদাহরণ। সম্প্রতি পাকিস্তানের গতি তারকা মোহাম্মদ আমির বোর্ডের মানসিক অত্যাচারের অভিযোগ এনে সকল ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাত্র ২৮ বছর বয়সে অবসরের ঘোষণা দিয়েছেন। তবে এমন সিদ্ধান্ত আরও ভেবেচিন্তে নেওয়ার দরকার ছিলো আমিরের এমনটাই মনে করেন তার সাবেক সতীর্থ মোহাম্মদ আসিফ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবেক পাকিস্তানি পেসার বলেন, “ক্যারিয়ারের শুরুর ভুলের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং মোহাম্মদ আমির দু’জনেরই দোষ ছিলো। নিষেধাজ্ঞার পরেও পিসিবি তার প্রতি বিশ্বাস রেখেছিলো এবং তাকে প্রচুর সমর্থন দিয়েছিল। কিন্তু সম্প্রতি প্রত্যাশার চাহিদা মেটাতে না পারায়, তার প্রতি কিছুটা অনীহা দেখিয়েছে বোর্ড।”
“তবে পাকিস্তানের ক্রিকেটের স্বার্থে বর্তমান পরিস্থিতি এড়ানো উচিত ছিল। একই সঙ্গে আমি অনুভব করি, আমিরের এই বিষয়টি নিয়ে আরও ভাবা উচিৎ ছিলো। ক্যারিয়ারের এত বড় সিদ্ধান্ত নিতে অধৈর্য্যের পরিচয় দিয়েছে সে।”
আমির এখনও একজন ম্যাচ-উইনার এতে কোনো সন্দেহ নেই। আমিরের টেস্ট থেকে অবসর নেওয়া সমর্থন করলেও, ছোট সংস্করণে অনায়াসে আরও খেলে যেতে পারতেন প্রতিভাবান বোলার, এমনটাই ধারণা আসিফের।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেও, ফ্যাঞ্জাইজি ভিত্তিক লিগ গুলোতে খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন মোহাম্মদ আমির।