কুমিল্লা শহরের প্রাণ কেন্দ্র ধর্মসাগরের পাড়ে অবস্থিত ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম। এইতো গত বছরের আগেও এই স্টেডিয়ামকে নিয়ে কারো মধ্যে কোনো আগ্রহ না থাকলেও প্রিমিয়ার লীগ ফুটবলের মধ্য দিয়ে উন্মাদনা ছড়িয়েছে পুরা কুমিল্লায়। এই ফুটবলের মধ্য দিয়েই যেন প্রাণ ফিরে পেয়েছে জেলাটি।
যদিও স্থানীয় ক্রীড়া প্রেমীরা নিয়মিত এই স্টেডিয়ামে আগে খেলার সুযোগ পেলেও এখন আর সেই সুযোগ হচ্ছে না। কেননা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) উপলক্ষে প্রায় ৩৩ কোটি টাকা ব্যয়ে নতুন ভাবে সাজানো হয়েছে স্টেডিয়ামটি।
মাঠটি সংস্কারের কাজ করেছেন সাবেক অ্যাথলেট ও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সাবেক প্রশাসক মোহাম্মদ ইয়াহিয়া। যার নিপুণ হাতের ছোঁয়ায় একটি আদর্শ স্টেডিয়ামে পরিণত হয়েছে।
আজ (শনিবার) বসুন্ধরা কিংস ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচের আগে বাফুফে সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন মাঠ পরিদর্শন করেন। মাঠ পরিদর্শনের পর বাফুফে বস বলেন,
“এখানে আসার একটাই কারন ঢাকার বাইরের ভেন্যুগুলোকে পরিদর্শক করার অংশ হিসেবে। কুমিল্লায় মাঠের কন্ডিশন বেশ ভালো। আমি আশা করি এটা ভবিষ্যতে বাংলাদেশ ফুটবলের জন্য আদর্শ ভেন্যু হতে যাচ্ছে। আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজনের জন্য যে মানদণ্ড থাকা প্রয়োজন, তার সবই আছে এই স্টেডিয়ামে। আমরা ভবিষ্যতে এখানে দুই চারটা আন্তর্জাতিক ফুটবল খেলতে চাই।”

তবে সাংবাদিকদের জন্য নির্ধারিত প্রেস বক্স গোল পোস্টের পিছনে থাকায় সেটা নিয়ে প্রশ্ন করা হলে বাফুফে সভাপতি বলেন,
“এ ব্যাপারে কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সাথে কথা বলে প্রেস বক্স সড়িয়ে মাঠের মাঝামাঝি জায়গায় নিয়ে যাওয়া হবে।”
মাঠের সবুজ ঘাস, রঙিন গ্যালারি সহ কুমিল্লার ফুটবল জোয়ার হয়তো মন কেড়েছে বাফুফে সভাপতি কাজী মোঃ সালাউদ্দিনের। এ কারণেই অতি আগ্রহ নিয়েই কথা বলেছেন তিনি।