ইতিমধ্যেই ভারতের মাটিতে চার ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে প্রথম দুই টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। কিন্তু ঘোষিত সেই দল নিয়ে নারাজ ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন।
তার মতে ঘরের মাঠে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দলের বিপক্ষে টপ অর্ডারের সেরা ব্যাটসম্যানকে ছাড়াই দল ঘোষণা করা হয়েছে। মূলত ইংলিশ ব্যাটসম্যান জনি বেয়ারস্টোকেই বুঝিয়েছেন মাইকেল ভন।
শনিবার এক টুইট বার্তায় সাবেক ইংলিশ দলপতি ভন লিখেছেন “ইংল্যান্ডের প্রথম তিন ব্যাটসম্যানদের মধ্যে যে সবচেয়ে বেশি মাথা ঠাণ্ডা এবং নিয়ন্ত্রণ সহকারে উপমহাদেশীয় পরিস্থিতিতে খেলতে পারতো তাকেই প্রথম দুই টেস্টে রাখা হয়নি নিজেদের মাঠে বিশ্বের সেরা দল ভারতের বিপক্ষে। বিশ্ব আনুষ্ঠানিক ভাবে উন্মাদ হয়ে গেছে।”
The only player in England’s Top 3 that’s playing the sub continent conditions with any control or calmness is resting for the first 2 Tests against the best Team in world at home #India !!! The world is officially mad … #SLvENG
— Michael Vaughan (@MichaelVaughan) January 23, 2021
গলে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টে দলে থাকলেও, ভারতের মাটিতে প্রথম দুই টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে বেয়ারস্টোকে। এমন অদ্ভুত সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ভন।
৫ ফেব্রুয়ারি চেন্নাই টেস্ট দিয়ে শুরু হবে ইংল্যান্ডের ভারত অভিযান। দীর্ঘ এই সফরে চারটি টেস্ট, পাঁচটি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডে খেলবে জো রুটরা।
প্রথম দুই টেস্টের জন্য ইংল্যান্ড টেস্ট দলঃ
জো রুট (অধিনায়ক), জাক ক্রাউলি, বেন ফোকস, ড্যান লরেন্স, ররি বার্নস, জস বাটলার (উইকেটরক্ষক), বেন স্টোকস, ক্রিস ওকস, মইন আলী, জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, জফরা আর্চার, ডম বেস, জ্যাক লিচ এবং ওলি স্টোন।