চলছে ভারত অস্ট্রেলিয়ার সম্মান রক্ষার দ্বৈরথ। অজি কন্ডিশনে চোখে চোখ রেখে লড়ছে ভারত। কোনও অংশে কম নয় অস্ট্রেলিয়াও। সিরিজের ৩য় টেস্টে জিততে জিততেও জেতা হয়নি স্বাগতিকদের।
সবমিলে সিরিজের প্রথম দুই টেস্ট ১-১ ব্যবধান থাকার পরের টেস্ট ড্র । ফলে সিরিজে সমতায় থাকার পর সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে ক্রিকেটের দুই পরাশক্তি।
ব্রিসবেনের গ্যাবায় আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ ও শেষ টেস্ট। সিরিজের শেষ টেস্টের একদিন আগেই একাদশ ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
সিরিজের শেষ টেস্টের প্লেয়িং ইলেভেন থেকে ইঞ্জরিতে পড়ে ছিটকে গেছেন ওপেনার উইল পুকোভস্কি। পুকোভস্কির পরিবর্তে দলে ডাক পেয়েছেন মার্কাস হ্যারিস।
আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৬ টায় শুরু হবে ম্যাচটি।
১। ডেভিড ওয়ার্নার
২। মার্কাস হ্যারিস
৩। মার্নাস লাবুশানে
৪। স্টিভেন স্মিথ
৫। ক্যামেরন গ্রিন
৬। ম্যাথু ওয়েড
৭। টিম পেইন (অধিনায়ক ও উইকেটরক্ষক)
৮। প্যাট কামিন্স
৯। মিচেল স্টার্ক
১০। ন্যাথান লায়ন
১১। জশ হ্যাজেলউড