স্প্যানিশ ক্লাব বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসি। ৩৩ বছর বয়সী আর্জেন্টাইন তারকা বার্সেলোনার হয়ে খেলছেন প্রায় ১৭ বছর ধরে। কাতালান ক্লাবটির হয়ে প্রায় সাড়ে ছয়শোর বেশি গোল করে জিতেছেন দশটি লা লিগা ও চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ৩৩টি শিরোপা। ছয়বারের বর্ষসেরা ফুটবলারের এতসব অর্জনও যেন নজর কাড়ে না স্বদেশী হুগো গাত্তির। সুযোগ পেলেই যেন আর্জেন্টাইন ফরোয়ার্ডের সমালোচনায় মেতে উঠেন সাবেক এই মিডফিল্ডার। তাই লিওনেল মেসির সমালোচকদের তালিকা করলে হুগো গাত্তির নামটাও থাকবে সবার উপরে। এবার সময়ের অন্যতম সেরা ফুটবলারের দিকে আরও বিষাক্ত তীর ছুড়লেন গাত্তি। তার মতে, মেসি না খেললেই নাকি আরও ভালো হয়ে ওঠে বার্সেলোনা!
স্প্যানিশ সুপার কাপে লাল কার্ড দেখার জন্য দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন মেসি। আর্জেন্টাইন জাদুকরকে ছাড়াই সেই দুই ম্যাচ জিতে মাঠ ছাড়ে প্রতিযোগিতার সফলতম দলটি। মেসিবিহীন বার্সেলোনা জয় পাওয়ায় তাকে নিয়ে সমালোচনা করাই এই সুযোগও হাতছাড়া করলেন না গাত্তি।
রবিবার লা লীগায় এলচের বিপক্ষে বার্সেলোনার ২-০ গোলের জয়ের ম্যাচে আবারও মেসিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন রিয়াল মাদ্রিদের সাবেক এট্যাকিং এই মিডফিল্ডার। স্প্যানিশ টিভি অনুষ্ঠান ‘এল চিরিনগুইতোয়’ হুগো গাত্তি বলেন, ” মেসি না খেললেই বার্সেলোনা জেতে। কারণ তখন তারা নিজেদের অন্য শক্তির দিকে মনোযোগ দেয়।”
তিনি আরও বলেন, “ফুটবলে মূল কথাই হলো জয়, যখনই মেসি খেলে না তখনই বার্সেলোনা জেতে।”