৪১ দিনে ম্যাচ খেলতে হবে সবমিলিয়ে ২১টি। তাই মৌসুমের গুরত্বপূর্ণ এই সময়ে ব্যস্ত শিডিউলের কথা মাথায় রেখে বিশ্রাম দেওয়া হয় ক্রিশ্চিয়ানো রোনালদোকে। দলের সেরা তারকাকে ছাড়াই ঘরের মাঠে কোপা ইতালিয়ায় স্পালের আতিথ্য নেয় জুভেন্টাস। রোনালদো না থাকলেও তুরিনোর বুড়িদের জয় পেতে সমস্যা হয়নি। রীতিমতো গোল উৎসব করে সফরকারীদের ৪-০ গোলে উড়িয়ে দিয়ে প্রতিযোগিতার সেমিফাইনাল নিশ্চিত করল আন্দ্রে পিরলোর দল।
বুধবার রাতে জুভেন্টাসের হয়ে অ্যালিয়াঞ্জ স্টোডিয়ামে গোল উৎসবের শুরুটা করেন স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতা। ম্যাচের ৪১তম মিনিটে জুভেন্টাসের র্যাবিওটকে ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। সফল স্পটকিকে দলকে এগিয়ে দেন মৌসুমে ছন্দে থাকা স্প্যানিশ এই স্ট্রাইকার। তারপর জুভেন্টাস আরও তিনবার প্রতিপক্ষের জাল খুঁজে পায়।
বিরতির আগে দেয়ান কুলুসেভস্কির পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুন করেন ফ্রাবোট্টা। ২-০ এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ১৩ বারের কোপা ইতালিয়ান চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে কুলুসেভিস্কি ও ফিউরিন্টিনা থেকে ধারে আসা ফিদরেকা কিয়েসার দুই গোলে ৪-০ গোলের বড় জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে আন্দ্রে পিরলোর দল।
দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াও দলের এমন জয়ে খুশি জুভেন্টাসের কোচ। ম্যাচ শেষে আন্দ্রে পিরলো বলেন, "এই জয় প্রমাণ করে আমরা ঠিক পথেই আছি। সামনে আরও কঠিন ম্যাচ পরীক্ষা দিতে হবে। আমাদের এই ধারা ধরে রাখতে হবে।"
কোপা ইতালিয়ার সেমিফাইনালে জুভেন্টাসের প্রতিপক্ষ ইন্টার মিলান। চলতি মৌসুমে দারুণ ফর্মে থাকা অ্যান্টানিও কন্তের দলটি কোয়ার্টার ফাইনালে সেরি'আর শীর্ষে থাকা এসি মিলানকে হারায়। আরও একবার ইতালিয়ান ডার্বিতে আগামী মাসের ২ তারিখে সান সিরোতে প্রথম লেগে মুখোমুখি হবে দুই দল।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.