স্পেনের এখন সবচেয়ে বড় খবর সার্জিও রামোসের রিয়াল মাদ্রিদ ছাড়ার গুঞ্জন। এ বছরের ৩০ জুন রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি শেষ হতে যাচ্ছে এই স্প্যানিশ ডিফেন্ডারের। বেশ জোড়ালো গুঞ্জন উঠেছে রিয়াল মাদ্রিদের সাথে দীর্ঘ ১৬ বছরের সম্পর্ক ছেড়ে পাড়ি জমাচ্ছেন অন্য কোন ক্লাবে।
বর্তমানে সার্জিও রামোস কুইনয়ের ইঞ্জুরিতে ভুগছেন যে কারণে রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচের স্কোয়াডে নেই তিনি।

রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান কোভিড-১৯ এ পজিটিভ হওয়ায় লেভান্তের বিপক্ষে ম্যাচেও দলের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ ডেভিড বেত্তোনি। আজ (শুক্রবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডেভিড বেত্তোনি কথা বলেছেন সার্জিও রামোসের বর্তমান অবস্থা নিয়ে। তিনি বলেন, “আমি প্রতিদিন রামোসকে দেখি, আমি তার চুক্তি নবায়ন নিয়ে চিন্তিত নই। আমাদের চিন্তা করার কিছু নেই। সার্জিও রামোস ইঞ্জুরি থেকে রিকোভার করার চেস্টা করছে। প্রতিদিন সে আরো উন্নতি করছে। এখন থেকে প্রতি সপ্তাহে আমরা একটা করে ম্যাচ পেয়েছি যা আমাদের জন্য অনেক ভাল হয়েছে।”
সার্জিও রামোসকে নিয়ে তিনি আরো বলেন, “আমি পাঁচ বছর ধরে কাছ থেকে তাকে দেখছি, সে সব সময় সবার থেকে এগিয়ে থাকে। সে পেশাদার হিসেবে দুর্দান্ত একজন মানুষ এবং তাকে নিয়ে কেউ সন্দেহ করতে পারে না।”
দীর্ঘ এই ১৬ বছরে রিয়াল মাদ্রিদের হয়ে ৬৬৮ ম্যাচে ১০০ গোলের দেখা পেয়েছেন এই ডিফেন্ডার। এছাড়া ৫ বার লা লীগা ও ৪ বার উয়েফা চ্যাম্পিয়ন লীগ জয়ের স্বাদ পেয়েছেন।