বাংলাদেশের বিপক্ষে ২ টেস্ট ও ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গত ১০ জানুয়ারি ঢাকায় এসে পৌঁছায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল,।এরপর ৩ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন শেষে আজই অনুশীলন শুরু করেছেন তারা। দুই ফর্মেটের আলাদা ভাবে স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ, তাদের অনুশীলনও আলদা ভাবেই শুরু হয়েছে।
গতকাল বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে কথা বলেছেন ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট। আজ অনুশীলন শেষে সংবাদ মাধ্যমে কথা বলেছেন দলটির ওয়ানডে অধিনায়ক জেসন মোহাম্মেদও। সেখানেই তিনি ২০ জানুয়ারি থেকে হতে যাওয়া ওয়ানডে সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।
বাংলাদেশের বিপক্ষে সাম্প্রতিক সময়ে ৫০ ওভারের ক্রিকেটে ক্যারিবিয়ানদের পরিসংখ্যান খুব একটা ভালো নয়, সর্বশেষ ৫ দেখায় সবকটিতেই হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। এর বাহিরে আনকোরা এক স্কোয়াড নিয়েই সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ নেই নিয়মিত অধিনায়কও, এসব কিছুই অজানা নয় জেসন মোহাম্মেদের।
তবে অধিনায়ক হিসেবে যে সেগুলো মনে রাখার সুযোগ নেই সেটাই যেন মনে করিয়ে দিলেন তিনি। জেসন মোহাম্মেদ বলেন, “প্রথম দিন অনুশীলন করতে পেরে ভালো লাগছে। অবশ্যই আমাদের লক্ষ্য থাকবে এই সিরিজ জেতা, আশা করি ধারাবাহিক ভালো ক্রিকেট খেলে আমরা সিরিজ জিততে পারব। বাংলাদেশ ভালো দল, ঘরের মাঠে তারা অনেক ভালো খেলে। আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছি।”
কোয়ারেন্টাইনের অভিজ্ঞতা নতুন কিছু নয় ওয়েস্ট ইন্ডিজের জন্য, এই শর্ত মেনেই ইংল্যান্ড ও নিউজিল্যান্ড সফর করেছে তারা। তবে যতই অভ্যস্ততা থাকুক কোয়ারেন্টাইন যে সব সময়ই কঠিন সেটাও জানিয়েছেন জেসন মোহাম্মেদ। তিনি বলন, “এখন ভালো লাগছে, ৩ দিন কোয়ারেন্টাইনে থাকা বেশ কঠিন ছিল। খোলা বাতাসে আসতে পেরে, ক্রিকেটের সংস্পর্শ পেয়ে ভালো লাগছে।”
২০ জানুয়ারি ওয়ানডে দিয়ে মাঠে গড়াবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দলের ২ টেস্ট ও ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ, ২২ ও ২৫ জানুয়ারি হবে বাঁকি দুই ওয়ানডে। ৩ ও ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে টেস্ট সিরিজের ম্যাচ গুলো, দুইটা সিরিজই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে সুপার লিগের অংশ।