করোনা ভাইরাসের প্রকোপ থেকে বের হতে পারছে না আরব আমিরাত-আয়ারল্যান্ড সিরিজ, প্রথম ওয়ানডে কোন বাধা ছাড়া অনুষ্ঠিত হওয়ার পরে আরব আমিরাত দলে করোনার হানা দেওয়ায় শুরুতে শুধুমাত্র দ্বিতীয় ওয়ানডে পিছিয়ে দেওয়া হলেও তৃতীয় ও চতুর্থ ম্যাচও স্থগিত করা হয়েছে।
চতুর্থ ম্যাচটি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে আমিরাত ক্রিকেট বোর্ড, স্থগিত হওয়া ম্যাচ গুলো কবে সেটা নিয়ে আইরিশদের সাথে আলোচনা করছে দেশটির ক্রিকেট বোর্ড। ইসিবি (আমিরাত ক্রিকেট বোর্ড) এক বিবৃতিতে জানায়, “পুনরায় নির্ধারিত ম্যাচ গুলো আয়োজনের বিষয় নিয়ে আমাদের আলোচনা অব্যাহত আছে।”
আজ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ৪ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডে মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত মাত্র ১ টি ম্যাচই সম্পন্ন হয়েছে। শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১৬ জানুয়ারি, কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকায় শেষ ম্যাচটিও স্থগিত করা হলো।
বিবৃতিতে ইসিবি আরও জানায়, “নতুন কর কেউ কোভিড আক্রান্ত হয়নি। তবে কর্তৃপক্ষের নির্দেশনায় আরব আমিরাত দল কোয়ারেন্টাইন মেনে চলছে, সিরিজ সম্পন্নের জন্য আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি।”
এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে রিজওয়ান ও মোহাম্মদ উসমানের সেঞ্চুরিতে আইরিশদেরকে ৬ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো কোন টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে জয় তুলে নেয় আরব আমিরাত।