বড় আশা নিয়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন বেলজিয়াম তারকা ইডেন হ্যাজার্ড। ইংলিশ ক্লাব চেলসির থেকে ক্যারিয়ারের সেরা ফর্ম নিয়ে স্পেনের শীর্ষস্থানীয় ক্লাবে যোগ দিয়েছিলেন। ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় ব্যতীত কেবল হ্যাজার্ডই যেন জিনেদিন জিদানের প্রশংসা পেয়েছে বেশি। তবে স্প্যানিশ জায়ান্টদের হয়ে তারকা এই মিডফিল্ডারের পথচলা যেন মসৃণ হচ্ছে না। ঘনঘন ইঞ্জুরি, অফফর্মে যেন হারিয়ে যাচ্ছিলো জিদানের শখের হ্যাজার্ড।

তবে সবশেষ আলাভেসের বিপক্ষে তার উজ্জীবিত পারফরম্যান্স আরও একবার আশা দেখাচ্ছে। স্প্যানিশ লা লিগায় আলাভেসের মাঠ থেকে শনিবার রাতে ৪-১ ব্যবধানে জয় নিয়ে ফেরে রিয়াল মাদ্রিদ। ম্যাচটিতে গোল করার পাশাপাশি সতীর্থের গোলে অবদান রাখেন বেলজিয়াম তারকা। করোনায় আক্রান্ত হওয়ায় মাদ্রিদের ডাগআউটে জিদান না থাকলেও হ্যাজার্ডের দুর্দান্ত পারফরম্যান্স মন কেড়েছে সহকারী কোচ দাভিদ বেত্তোনির। মেন্ডিজোরজায় আলাভেসের বিপক্ষে বেত্তোনিই রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব পালন করেছে।

সাবেক ফরাসি এই মিডফিল্ডার হ্যাজার্ডকে বুদ্ধিদীপ্ত এবং সৃজনশীল ফুটবলার বলে অভিহিত করেছেন। ম্যাচশেষে হ্যাজার্ডের ভূয়সী প্রশংসা করে বেত্তোনি বলেন,
“সে অত্যন্ত সৃজনশীল একজন খেলোয়াড়। প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করার জন্য তার আত্মবিশ্বাসের প্রয়োজন। আর তার ছন্দে ফেরাটা আমাদের খুব দরকার।”
তাছাড়া হ্যাজার্ডের সেরা পারফরম্যান্স দেখতে সমর্থকদের আরও ধৈর্য্য ধরতে বলেছেন বেত্তোনি। সহকারী কোচের মতে, বেলজিয়াম তারকা ধীরে ধীরে নিজের সেরা ফর্মে ফিরবেন। তিনি বলেন, “হ্যাজার্ড একটি কঠিন মৌসুম পার করেছে এবং অর্ধেকটাই ছিল ইঞ্জুরিতে। আমাদের আরও ধৈর্য্য ধরতে হবে। যদিও রিয়াল মাদ্রিদের মত দলে এটা কঠিন। সে প্রতিটা ম্যাচেই নিজের সেরা ছন্দে ফিরছে।”