অনেকেই তার মধ্যে অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ দেখছেন। অভিষেক টেস্টেই ফিফটি তুলে নিয়ে তার ব্যাটিং প্রতিভার আভাসও দিয়েছেন তরুণ ব্যাটসম্যান। কিন্তু ইঞ্জুরি যেন পিছুই ছাড়ছে উইল পুকোভস্কির। বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ এবং শেষ টেস্টে গ্যাবায় এই ওপেনারকে ছাড়াই দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। কাঁধের ইঞ্জুরিতে ছিটকে গেছেন এই অজি ওপেনার।
ভারতের বিপক্ষে অ্যাডিলেডে গোলাপি বলের প্রথম টেস্টে অভিষেক অনেকটাই নিশ্চিত ছিলো অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে দূর্দান্ত পারফর্মেন্স করা উইল পুকোভস্কির। কিন্তু সফরকারীদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ভারতীয় পেসার কার্তিক ত্যাগীর বল হেলমেটে লেগে কনকাশন ইঞ্জুরিতে পড়েছিলেন তিনি। পুরোপুরি সুস্থ না হয়ে উঠায় সুযোগ হয়নি মেলবোর্নে টেস্টেও।
অবশেষে সিডনি টেস্টে অভিষেক হয় পুকোভস্কির। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৬২ এবং দ্বিতীয় ইনিংসে ১০ রান এসেছিল তার ব্যাট থেকে। কিন্তু এক ম্যাচ শেষে আবারও ইঞ্জুরিতে অজি ওপেনার। সিডনি টেস্টের শেষ দিনে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন এই তরুণ তুর্কী। সে চোট এখনও সেরে উঠেনি।
নিজেদের টেস্ট ঐতিহ্য বজায় রেখে একদিন আগেই দল ঘোষণা করেছে টিম অস্ট্রেলিয়া। গ্যাবায় সিরিজ জয়ের মিশনে মাত্র এক পরিবর্তন নিয়েই মাঠে নামছে টিম পেইনরা। উইল পুকোভস্কির বদলে একাদশে সুযোগ মিলেছে মার্কাস হ্যারিসের।
চার ম্যাচের টেস্ট সিরিজে ১ – ১ এ সমতায় আছে দুই দল। অ্যাডিলেডে প্রথম টেস্টে ভারতকে ৮ উইকেটে হারিয়েছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টে মেলবোর্নে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়েই সমতায় ফিরেছিল সফরকারী ভারত। আর সিডনিতে রোমাঞ্চ ছড়ানো তৃতীয় টেস্ট হয়েছে ড্র।
অস্ট্রেলিয়া একাদশঃ ডেভিড ওয়ার্নার, মার্কাস হ্যারিস, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ম্যাথু ওয়েড, ক্যামেরুন গ্রিন, টিম পেইন (অধিনায়ক)(উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন এবং জশ হ্যাজলউড।