২ টেস্ট ও ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে অবস্থান করছেন ওয়েস্ট ইন্ডিজ দল, মাঠে নামার আগে দলটির অজানা নয় যে স্পিন বোলিংটা দুই দলের পার্থক্য গড়ে দিতে পারে। সেটা যে শুধু ভালো স্পিন খেলাই নয়, সেই সাথে স্পিন বোলিংটাও গুরুত্বপূর্ণ তাও অজানা নয় ক্যারিবিয়ানদের।
ঢাকায় পা রেখে কোয়ারেন্টাইন পর্ব শেষ করে আনুষ্ঠানিক ভাবে অনুশীলন শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ দল, যেখানে বড় অংশ জুড়ে যে স্পিন সেটা না বললেও চলে। তবে মাঠে নামার আগেই বড় ধরনের ধাক্কাই খেয়েছে দলটি, সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতিতে স্পিন আক্রমণে পাচ্ছে না হেইডেন ওয়ালশকে।
করোনা ভাইরাসের কারণে ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না লেগ-স্পিনার হেইডেন ওয়ালশের, এটা দলটির জন্য হতাশার হলেও আরেক স্পিনার আকিল হোসেনে স্বস্তি খুঁজে পাচ্ছেন তারা। এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া এই বাঁহাতি স্পিনারেই আশা খুঁজছে ওয়েস্ট ইন্ডিজ, সেভাবে প্রস্তুতি নিচ্ছেন আকিল হোসেনও।
অধিনায়ক জেসন মোহাম্মেদ বেশ আশাবাদী আকিল হোসেনকে নিয়ে। তিনি বলেন, "আমার মনে হয় সে খুব ভালো অলরাউন্ডার ও স্পিনার। সে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে পারে, বল অনেক টার্ন করাতে পারে। দারুণ আর্ম বল আছে, ব্যাট করতে পারে, ফিল্ডিংয়েও দারুণ। আশা করি সে তার মেধা খাটিয়ে অসাধারণ কিছু করে দেখাবে।"
আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মুখ হলেও ঘরোয়া ক্রিকেটে বেশ ভালোই দক্ষ আকিল হোসেন, সর্বশেষ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও দারুণ পারফর্মেন্স দেখিয়েছেন তিনি। ৭ ম্যাচ খেলে পেয়েছেন ১০ উইকেট, সেরা বোলিং ১৪ রান খরচায় ৩ উইকেট।
আকিল হোসেনকে নিয়ে উচ্ছ্বসিত ওয়েস্ট ইন্ডিজ দলের কোচ ফিল সিমন্সও। তিনি বলেন, "আকিল খুব ভাল করেছে, ত্রিনিদাদের হয়ে (ঘরোয়া ক্রিকেটে) বেশ কবছর ধরে খেলছে। সিপিএলেও দারুণ করল। দ্রুত রান করতে পারার ক্ষমতাও আছে, এছাড়া সে খুব ভালো ফিল্ডার। একজন কার্যকর অলরাউন্ডার।"
২০ জানুয়ারি সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ, সিরিজের বাঁকি দুই ওয়ানডে হবে ২২ ও ২৫ জানুয়ারি।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.