এমনিতেই ভারতীয় ক্রিকেটার আর আর দর্শকদের সাথে বর্ণবাদী আচরণ নিয়ে টালমাটাল ক্রিকেট পাড়া, এরই মাঝে ভারতীয় উইকেট কিপার রিশাব পান্তের রোদ চশমা নিয়ে বিদ্রুপ করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান বোলার শেন ওয়ার্ন।
সাধারণত একটু বড় সাইজের রোদ চশমা পরে খেলতে পছন্দ করেন পান্ত। আর সেই চশমা আর চশমার সাইজ নিয়ে রসিকতা করলেন এই সাবেক অজি লেগি। ধারাভাষ্য দেওয়ার ফাঁকে ওয়ার্ন তার সহকর্মী কেরি ও’কিফকে বলে ওঠেন, “রিশাব (পান্ত) যে রোদচশমা পরে খেলতে নেমেছে, তা চোখে লাগিয়ে অনায়াসে ঝালাইয়ের কাজও করা যেতে পারে।”
ওয়ার্নের জবাবে ও'কিফ বলেন, "আমার মনে হচ্ছে রিশাব পেট্রল সার্ভিস স্টেশন থেকে এই রোদচশমা নিয়ে এসেছেন।" এরই মাঝে ওয়ার্ন আবার টেনে আনেন শিখর ধাওয়ানকেও। ওয়ার্ন বলে, ধাওয়ানের সেই চশমা প্রথমবার দেখে তাঁর মনে হয়েছিল, কাচ পরিষ্কার করার জন্য হয়তো বিশেষ উইন্ডস্ক্রিন ওয়াইপারও ব্যবহার করতে হয়।
এই দুই ধারাভাষ্যকারের মন্তব্য ভারতের সাবেক ক্রিকেটার বা সমর্থকরা কিভাবে নিবেন এখন সেটিই দেখার বিষয়। সিরিজের শেষ টেস্ট অস্ট্রেলিয়ার করা ৩৬৯ রানের জবাবে প্রথমে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও, দলকে খাদের কিনারা থেকে তুলে ভালো অবস্থানে নিয়ে গেছেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর এবং বোলার শারদুল ঠাকুর।
এই দুই জনের ব্যাটিং দৃঢ়তায় ৩৩৬ করেছে ভারত।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.