১১০ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছেন ওয়াশিংটন সুন্দর
নিউজ ডেস্ক
১৭ জানুয়ারী ২০২১, দুপুর ১১:৪৯ সময়
ছবিঃ ডিএনএ ইন্ডিয়া
ব্রিসবেনে ভারতকে বড় বাঁচা বাঁচিয়েছেন শার্দুল ঠাকুর-ওয়াশিংট জুটি। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের এটা সপ্তম টেস্ট। সেই টেস্টে সপ্তম উইকেটে ১২৩ রানের রেকর্ড পার্টনারশিপ গড়েছেন শার্দুল এবং ওয়াশিংটন।
১৯৯১ সালে কপিল দেব এবং মনোজ প্রভাকর সপ্তম উইকেটে করেছিলেন ৫৮ রানের জুটি। সপ্তম উইকেটে গ্যাবায় সেটাই ছিল ভারতের সবচেয়ে বড় পার্টনারশিপ। সেই রেকর্ড আজ (রবিবার) ভেঙে দিলেন শার্দুল-ওয়াশিংটন।
২০১৪ সালে মহেন্দ্র সিংহ ধোনি এবং রবিচন্দ্রন অশ্বিন কপিলদের রেকর্ড ভাঙার খুব কাছে গিয়েও ১ রানের জন্য পারেননি।
অভিষেক টেস্ট খেলতে নেমে ওয়াশিংটন অবশ্য গড়েছেন একাধিক রেকর্ড। ১৪৪ বলে ৬২ রানের ইনিংস খেললেন ওয়াশিংটন। অস্ট্রেলিয়ার ইনিংসে আগে বল হাতেও নিয়েছিলেন ৩ উইকেট।
১৯৪৭-৪৮ সালের সিরিজে ভারতের দাত্তু ফাডকর সিডনির মাঠে ৫১ রান এবং ৩ উইকেট নিয়েছিলেন। অভিষেক ম্যাচে এই কীর্তি গড়া একমাত্র ভারতীয় ছিলেন তিনিই। এবার মাত্র ২য় ভারতীয় হিসেবে এই কীর্তি গড়লেন সুন্দর। এখন পর্যন্ত মাত্র ১০ জন ক্রিকেটার পেরেছেন এই রেকর্ড করতে।
এছাড়াও ১১০ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছেন সুন্দর। ১৯১১ সালে ইলিংশ ব্যাটসম্যান ফ্রাঙ্ক ফস্টার ৭ নাম্বারে নেমে করেছিলেন ৫৬ রান। যা কিনা ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে কোন সফরকারী ব্যাটসম্যানের সবথেকে বেশি রানের ইনিংস। এবার ওয়াশিংটন সুন্দর ভেঙে দিয়েছেন ফস্টারের রেকর্ড । খেলেছেন ৬২ রানের ইনিংস।
৩য় দিন শেষে ভারতের চেয়ে ৫৪ রানে এগিয়ে স্বাগতিকরা। সোমবার ভারতকে কত রানের লক্ষ্য দেয় অস্ট্রেলিয়া সেই দিকেই তাকিয়ে সবাই।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.