ঢাকায় ২০০৩ সালে আম্পায়ার হিসেবে অভিষেকের পর তার চেয়ে বেশি টেস্ট পরিচালনা করেনি আর কোনও আম্পায়ার। সর্বাধিক ১৩২টি টেস্টে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন পাকিস্তানের আলিম দার। কিন্তু আইসিসির নিয়মের বেড়াজালে দীর্ঘ এই ১৭ বছরের ক্যারিয়ারে কখনও নিজ দেশ পাকিস্তানের মাটিতে টেস্ট ম্যাচ পরিচালনায় নামা হয়নি তার। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে।
দীর্ঘ ১৪ বছর পর পাকিস্তান সফরে গেছে দক্ষিণ আফ্রিকা। আসন্ন সেই সিরিজকে সামনে রেখে আইসিসির পক্ষে ম্যাচ অফিশিয়ালদের নাম প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই তালিকায় আলিম দারের সাথে রয়েছেন টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা অনফিল্ড আম্পায়ার আহসান রাজা এবং ম্যাচ রেফারি জাভেদ মালিক।
করোনা ঝুঁকি এড়াতে সাময়িক ভাবে নিয়ম পাল্টে এবার নিজ নিজ দেশের ম্যাচ অফিশিয়ালদেরকেই টেস্ট ম্যাচ পরিচালনা দায়িত্ব দিচ্ছে আইসিসি। এর ফলেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘুচতে যাচ্ছে আলিম দারের।
ঘরের মাঠে প্রথমবারের মত ম্যাচ পরিচালনা করতে নামার আগে আবেগে আপ্লুত আলিম দার। এ প্রসঙ্গে তিনি বলেন,
"পাকিস্তানের মাটিতে আম্পায়ারিং করতে পারা আমার জন্য আবেগের ব্যাপার। অবশেষে প্রায় ১৭ বছর এবং ১৩২ টেস্টের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। ক্রিকেটারদের মত আম্পায়াররাও চায় ঘরের মাটিতে কাজ করতে। সাদা বলের ক্রিকেটে অভিজ্ঞতা থাকলেও, টেস্ট ফরম্যাটই তো সবচেয়ে বেশি মর্যাদার। দুটি দারুণ দলের মধ্যকার দুই টেস্টে ম্যাচ পরিচালনার সুযোগ পেয়ে আমি বেশ আনন্দিত।"
২০০০ সালে ওয়ানডে আম্পায়ার হিসেবে অভিষেক হওয়া আলিম দার এখন পর্যন্ত ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ ২১১টি একদিনের ম্যাচে আম্পায়ার দায়িত্ব পালন করেছেন। ১৩২টি টেস্টের পাশাপাশি ৪৮টি টি-টোয়েন্টি ম্যাচেও আম্পায়ার হিসেবে দেখা গেছে তাকে। প্রথম পাকিস্তানি হিসেবে তার নাম উঠেছে আম্পায়ারদের অভিজাত এলিট প্যানেলেও। বেশ কয়েকবার হয়েছে আইসিসির বর্ষসেরা আম্পায়ার।
করাচিতে আগামী ২৬ জানুয়ারি প্রথম টেস্টে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ টেস্টটি হবে রাওয়ালপিন্ডিতে, ৪ ফেব্রুয়ারি থেকে।এরপর ১১, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি হবে সিরিজের টি-টোয়েন্টি ম্যাচগুলো।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.