অ্যাডিলেডে ভারতের ৩৬ রানে গুটিয়ে যাওয়ার পরেও সিরিজ জয়। ভারতের দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লেখা হয়ে গেছে ইতিহাসের পাতায়। শোনা গেছে ৩৬ রানে অল আউট হবার পর খেলোয়াড়দের মানসিকতা কিছু সময়ের দুমড়ে মুচড়ে গিয়েছিল। সেই ভারত হঠাৎ এভাবে ঘুরে দাড়ালো কোন কিভাবে?
মোহাম্মদ সিরিজ জানিয়েছেন, পুরো দলকে আত্মবিশ্বাস দিয়েছেন কোচ রবি শাস্ত্রী। বিপর্যস্ত দলকে চাঙা করেছেন কোচ নিজেই। দেশে ফিরে সিরাজ জানিয়েছেন ঘুরিয়ে দাড়ানোর সেই গল্প।
সিরাজ বলেন, "রবি শাস্ত্রী আমাদের বলেছিলেন, ৩৬ রানের মত স্কোরে অল আউট হয়ে যাওয়ার মতো ঘটনা টেস্ট ক্রিকেটে বারবার হয় না। আবার কোনওদিন এই জিনিস হবে না। এতেই আমরা পরের টেস্টের আগে চাঙ্গা হয়ে যাই।"
রবি শাস্ত্রী একা নন। ভারতীয় দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছিলেন বোলিং কোচ বরুন অরুণও। অরুণ যে মন্ত্র দিয়েছিলেন তা থেকেই চাপ জয় করেছিল রাহানের দল।
সিরাজ আরও বলেন, "অরুণ স্যরকে ঘরোয়া ক্রিকেটে খেলার সময় থেকেই চিনি। উনি জানেন আমি কী করতে পারি। অধিনায়ক অজিঙ্ক রাহানেও আমার উপর বিশ্বাস রেখেছিল। আমি ওদের আস্থার মর্যাদা দিয়েছি।”
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.