গেল সোমবার শ্রীলঙ্কায় অবতারণের পর করোনা শনাক্তকরণ পরীক্ষায়, করোনা আক্রান্ত হিসেবে চিহ্নিত হয়েছিলেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। এরপর থেকে থেকে হাম্বানটোটার একটি হোটেলে ১০ দিনের আইসোলেশনে আছে তিনি।
গতকাল নতুন করে আবার কোভিড-১৯ শনাক্তকরণ পরীক্ষায় ইংল্যান্ড দলের বাকি সদস্যদের কারো মধ্যে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। মঈন আলীর সংস্পর্শে আসায় সতর্কতা হিসেবে আরেক অলরাউন্ডার ক্রিস ওকসকও করোনা নেগেটিভ সত্বেও আলাদা রুমে অবস্থান করছেন।
স্কাই স্পোর্টসকে ইসিবির একজন মুখপাত্র জানিয়েছেন, “মঈন আলী ব্যতীত গতকাল থেকে সমস্ত পিসিআর পরীক্ষায় নেতিবাচক ফল এসেছে। আমরা আজ বিকেলে নিয়ন্ত্রিত প্রশিক্ষণ শুরু করতে পারি। আগামীকাল আমাদের তৃতীয় দফায় কোভিড পরীক্ষা হবে।”
শ্রীলঙ্কা সফরে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট খেলবে ইংলিশরা, যা টেস্ট চ্যাম্পিয়নশীপের অন্তর্ভুক্ত। ১৪ জানুয়ারি গলে প্রথম টেস্টে মুখোমুখি হবে দুইদল।
বুধবার প্রথমবারের মত অনুশীলনে নামার কথা রয়েছে সফরকারীদের।
ছবিঃ এএফপি