দক্ষিণ এশিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের সবচেয়ে বড় টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশীপ। উক্ত টুর্নামেন্টের ১৩ তম আসর এ বছরের ১৪ থেকে ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশে। গত ডিসেম্বর দক্ষিণ এশিয়া ফুটবল ফেডারেশনের এক অনলাইন মিটিং আয়োজিত হয়, আলোচনায় সভাপতিত্ব করেন সাফের সভাপতি জনাব কাজী সালাউদ্দিন।
উক্ত আলোচনায় এছাড়াও চূড়ান্ত হয় বয়সভিত্তিক দল গুলোর সাফ চ্যাম্পিয়নশীপের সূচি। সাফ অ-১৬ মহিলা চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হবে ১৮-২৭ আগষ্ট, অ-১৯ মহিলা চ্যাম্পিয়নশীপ হবে ১৩ থেকে ২২ জুলাই, সাফ অ-১৫ ছেলেদের চ্যাম্পিয়নশীপ হবে ১ থেকে ১০ অক্টোবর এবং সাফ অ-১৮ ছেলে চ্যাম্পিয়নশীপ শুরু হবে ১৫ থেকে ২৪ অক্টোবর। তবে এ টুর্নামেন্ট গুলোর ভেন্যু এখনও নির্ধারণ করা হয়নি।
সাফের মিটিং শেষে সাধারণ সম্পাদক জনাব আনোয়ারুল হক হেলাল জানান, "পাকিস্তান বাদে বাকি সব দেশ এই মিটিং এ উপস্থিত ছিল। এছাড়া সাফের বিভিন্ন নীতিমালা অনুমোদন দেওয়া হয়। সাফ মহিলা অ-১৬ ও অ-১৯ এবং ছেলেদের অ-১৫ ও অ-১৮ দলের ২০২১ সালের পঞ্জিকা নির্ধারণ করা হয়েছে।"
যদিও ফিফার সদস্যপদ ফিরে পাওয়ার পর এবার সাফ চ্যাম্পিয়নশীপ আয়োজনের কথা ছিল পাকিস্তানের। কিন্তু মুজিব বর্ষ উপলক্ষ্যে কাজী সালাউদ্দিন বাংলাদেশেই এই টুর্নামেন্ট আয়োজন করতে চান। ২০০৩, ২০০৯ ও ২০১৮ সালের পর চতুর্থ বারের মত সাফ চ্যাম্পিয়নশীপ আয়োজন করবে বাংলাদেশ।
শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মদিন উপলক্ষ্যে ২০২০ সালকে মুজিব বর্ষ ঘোষণা করে বাংলাদেশ সরকার। যে কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেয় কিন্তু করোনার পরিস্থিতির কারণে তা সম্ভব হয়ে উঠেনি। তবে এ বছরের শুরুতেই বঙ্গবন্ধু গোল্ড কাপ আয়োজন করেছিল বাংলাদেশ।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.