বসুন্ধরা-বারিধারা ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ
নিউজ ডেস্ক
১৩ জানুয়ারী ২০২১, সকাল ৬:৯ সময়
ছবিঃ বাফুফে।
গত বছর করোনা মহামারির কারণে মাত্র ছয় রাউন্ড পরেই লীগ স্থগিত করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দীর্ঘ দিন ফুটবলে মাঠের বাইরে থাকার পর গত ২২ ডিসেম্বর ফেডারেশন কাপের মধ্য দিয়ে মাঠে গড়িয়েছে ঘরোয়া ফুটবল। ১০ জানুয়ারি ফেডারেশন কাপের সমাপ্তির পর মাত্র দুই দিনের বিরতির পর মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। উক্ত লীগে মোট ১৩ টি দল অংশগ্রহণ করবে। তারা হলো বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী, ঢাকা মোহামেডান, সাইফ স্পোর্টিং ক্লাব,শেখ জামাল, শেখ রাসেল ক্রীড়া চক্র, মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র, চিটাগাং আবাহনী, উত্তর বারিধারা, ব্রাদার্স ইউনিয়ন, রহমগঞ্জ মুসলিম সোসাইটি, বাংলাদেশ পুলিশ এফসি এবং আরামবাগ ক্রীড়া সংঘ।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারার ম্যাচ দিয়ে আগামীকাল বিকাল ৪ টায় শুরু হচ্ছে লীগের প্রথম রাউন্ড। সদ্য ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস লীগের প্রথম ম্যাচের প্রস্তুতির জন্য মাত্র দুই দিন সময় পেয়েছে। এ ব্যাপারে কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজেনকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান,
"মাত্র দুই সময় পেয়েছি, ছেলেদের বিশ্রামের প্রয়োজন ছিল কিন্তু পেশাদার ফুটবলে এসব অজুহাতের কোনো মূল্য নেই। তাই ট্রফি জয়ের পরেই আমরা অনুশীলনে নেমে পড়েছি।"
তিনি আরও বলেন,
"টুর্নামেন্টের প্রতিটা ম্যাচেই জয়ের জন্য নামবো এবং প্রথম ম্যাচ জয় দিয়েই শুরু করতে চাই।"
অন্য দিকে ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে ঢাকা আবাহনীর কাছে শেষ মুহূর্তের গোলে হেরে বিদায় নিয়েছিল উত্তর বারিধারা। তাই লীগের প্রস্তুতির জন্য বেশ কয়েক দিন সময় পেয়েছে বারিধারা।
এবারের লীগ মোট চারটি ভেন্যুতে আয়োজিত হবে। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, টঙ্গির আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়াম, কুমিল্লার ধীরেন্দ্রনাথ স্টেডিয়াম এবং মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন চলতি লীগের প্রথম রাউন্ডের সময় সূচি প্রকাশ করলেও লীগের বাকি অংশের সূচি এখনো প্রকাশ করেনি।
ছবিঃ বাফুফে।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.