ক্রিকেট > আন্তর্জাতিক ক্রিকেট
প্রথমবারের মতো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে জয় পেলো আরব আমিরাত
নিউজ ডেস্ক
১২ জানুয়ারী ২০২১, রাত ১১:৫২ সময়
- আয়ারল্যান্ড-আরব আমিরাত প্রথম ওয়ানডে
- জোড়া সেঞ্চুরি করেছেন চুনদাঙ্গাপোয়েল রিজওয়ান ও মুহাম্মদ উসমান
- বৃথা গেছে আইরিশ ব্যাটসম্যান পল স্টার্লিংয়ের সেঞ্চুরি
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ৪ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে জয় পেয়েছে আরব আমিরাত। পল স্টার্লিংয়ে সেঞ্চুরির বিপরীতে জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছেন চুনদাঙ্গাপোয়েল রিজওয়ান ও মুহাম্মদ উসমান।
২৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো করতে পারেনি আরব আমিরাত, ৫১ রান তুলতেই নেই ৩ উইকেট। তখনও কেউ ভাবেনি আইরিশদের হারিয়ে দিবে স্বাগতিকরা, তবে চতুর্থ উইকেট জুটিতে চুনদাঙ্গাপোয়েল রিজওয়ান ও মুহাম্মদ উসমান ১৮৪ রান যোগ করে দৃশ্যপট পাল্টে দেন।
১৩১ বলে ৯ চার ও এক ছয়ে ১০৯ রান করে রিজওয়ান আউট হয়ে গেলেও দলের জয় নিশ্চিত করেই ফিরেন উসমান, ১০৭ বলে ৭ চার ও ৩ ছক্কায় ১০২ রানে অপরাজিত থাকেন তিনি। শেষ দিকে ১০ বল্ব ২ চার ও ১ ছয়ে অপরাজিত থাকেন ওয়াহিদ আহমেদ, আইরিশদের হয়ে ২ টি করে উইকেট নেন ব্যারি ম্যাককার্থি ও কার্টিস ক্যাম্ফার।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নি, ব্যাট করতে নেমে আয়ারল্যান্ডকে দারুণ শুরু এনে দেন পল স্টার্লিং ও কেভিন ও ব্রেইন। ২৩ রান করে ও ব্রেইন ফিরলেও অধিনায়কের সাথে শতরানের জুটি গড়েন স্টার্লিং, বালবার্নির ব্যাট থেকে আসে ৬১ বলে ৫ চারে ৫৩ রানের ইনিংস।
হ্যারি টেক্টর ও লর্কান ট্যাকার দ্রুত ফিরে যাওয়ার পর আইরিশদের একাই টেনে নিয়ে যান স্টার্লিং, শেষ পর্যন্ত ১৪৮ বলে ৯ চার ৪ ছক্কায় ১৩১ রানে অপরাজিত থাকেন তিনি। গ্যারেথ ডিলানির ব্যাট থেকে আসে অপরাজিত ২১ রান, ২ উইকেট পেয়েছেন রোহান মোস্তফা।
সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড ২৬৯/৫ (পল স্টার্লিং ১৩১*, ও’ব্রায়েন ২৩, বালবার্নি ৫৩, কার্টিস ক্যাম্পার ২৪, গ্যারেথ ডেলানি ২১*, রোহান মোস্তফা ২/৪৩)।
আরব আমিরাত ২৭০/৪ (জাওয়ার ফারিদ ১৫, ভ্রিত্য আরাভিন্দ ১৪, চুনদাঙ্গাপোয়েল রিজওয়ান ১০৯, মোহাম্মদ উসমান ১০২*, ওয়াহিদ আহমেদ ১৮*, কার্টিস ক্যাম্ফার ২/৩১, ব্যারি ম্যাককার্থি ২/৬০)।