নেইমার-ইকার্দির যুগলবন্দীতে ফরাসি সুপার কাপের চ্যাম্পিয়ন পিএসজি
নিউজ ডেস্ক
১৪ জানুয়ারী ২০২১, সকাল ৭:২ সময়
লা ক্লাসিকোয় মার্শেইকে হারিয়ে ফরাসি সুপার কাপের শিরোপা জিতেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। বুধবার রাতের ফাইনালে ২-১ জয় পেয়েছে নেইমাররা। পিএসজির হয়ে গোল দুটি করেন মাউরো ইকার্দি ও নেইমার জুনিয়র। মার্শেইর একমাত্র গোলদাতা দিমিত্রি পায়েত।
ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেললেও গোলের দেখা পেতে ৩৯তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় পিএসজিকে। অ্যাঞ্জেল ডি মারিয়ার পাসে দলকে এগিয়ে দেন মাউরো ইকার্দি। ডান প্রান্ত থেকে ডি মারিয়ার ক্রসে ছয় গজ বক্সের সামনে থেকে ইকার্দির হেড গোলরক্ষক ঠেকালেও বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি। বল পোস্টে লাগার পর ফাঁকা জালে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড।
লিড নিয়েই বিরতিতে যায় পিএসজি। ম্যাচের ৬৫তম মিনিটে নেইমারকে মাঠে নামান পিএসজি কোচ। গত ১৩ ডিসেম্বর লিগ ওয়ানে লিওঁর বিপক্ষে গোড়ালিতে আঘাত পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়ার পর থেকে বাইরেই ছিলেন নেইমার। ৮৫তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে নতুন বছরের গোলের খাতা খওলেছেন ব্রাজিলিয়ান পোষ্টারবয়। ২-০ গোলে এগিয়ে যায় পচেত্তিনির শিষ্যরা।
নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে ব্যবধান কমিয়ে ম্যাচ জমিয়ে তুলেছিলেন মার্শেইয়ের দিমিত্রি পায়েত। তবে শেষ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় শিরোপা জিতেই মাঠ ছাড়ে পিএসজি। প্রতিযোগিতায় সফলতম দল পিএসজির এটি অষ্টম ও সব মিলিয়ে দশম শিরোপা। নতুন কোচ মৌরিসিও পচেত্তিনির তিন ম্যাচে কোচিংয়েই প্রথম শিরোপার ছোঁয়া পেলেন। অবাক করার মত ব্যাপার যে, কোচিং ক্যারিয়ারেও প্রথমবার শিরোপার স্বাদ পেলেন এই আর্জেন্টাইন মাস্টারমাইন্ড। তাছাড়া ৪ সপ্তাহ পর নিজের প্রত্যাবর্তনও স্মরণীয় করে রাখলেন নেইমার। নিজের ক্যারিয়ারের ২৪তম এবং পিএসজির হয়ে দশম শিরোপা জয়ের স্বাদ পেলেন ব্রাজিলিয়ান তারকা এই ফুটবলার।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.