প্রায় অপরিচিত এক স্কোয়াড নিয়ে ওয়ানডে সিরিজে নুন্যতম প্রতিদ্বন্দ্বিতাটাই গড়ে তুলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল, বাজে ভাবে হেরেছে ৩ ম্যাচেই। তবে টেস্ট সিরিজে সেই হতাশা কাটিয়ে ওঠার স্বপ্ন দেখছে দলটি। ওয়েস্ট ইন্ডিজ দলের হেড কোচ ফিল সিমন্সের ধারণা, বাংলাদেশ দলেরও জানা আছে যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।
ওয়ানডে স্কোয়াডের চেয়ে টেস্ট দল কিছুটা হলেও অভিজ্ঞ, ওয়ানডেতে যেখানে ৯ ক্রিকেটারের অভিষেকের দেখা মিলেছে সেখানে টেস্টে নতুন মুখ হাতে গোনা ২/১ জন। ওয়ানডে দলের সবাই মোটামুটি অনভিজ্ঞ ছিল, সেই তুলনায় কেমার রোচ, ক্রেইগ ব্রাথওয়েটরা বেশ অভিজ্ঞই বলা যায়। আর এটাই আশাবাদী করছে ওয়েস্ট ইন্ডিজ দলের হেড কোচকে।
ফিল সিমন্স বলেন, "টেস্ট সিরিজে আমাদের হয়তো ২/১ জনের অভিষেক হবে। ওয়ানডে সিরিজে হয়েছিল ১০ (৯) জনের। এটা অনেক বড় পার্থক্য। টেস্ট দলে অনেকেই আছে যারা আগে এখানে খেলেছে। ক্রেইগ সবশেষ সফরে অধিনায়ক ছিল। শ্যানন ও রোচ এখানে খেলেছে, টেস্ট সিরিজের জন্য দলে এমন অভিজ্ঞদের পাওয়া দারুণ ব্যাপার।"
বাংলাদেশও জানে টেস্ট সিরিজ সহজ হবে না উল্লেখ করে নিজেদের কাজেই মনোযোগী হতে চান সিমন্স, "যদি আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, কঠোর পরিশ্রম ও ঠিকঠাক পরিকল্পনা ঠিকঠাক ভাবে করতে পারি তাহলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টেস্ট হতে পারে। আমার মনে হয়, ওরা জানে এটা ওয়ানডে সিরিজের মতো সহজ হবে না।"
৩ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ২ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট, ১১ ফেব্রুয়ারি মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.