বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন এ বি সাইফ, কার্যনির্বাহী কমিটির এই নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সাইফসহ পূর্ণ প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে।
আজ জাতীয় ক্রীড়া পরিষদের আইন কর্মকর্তা ও বাংলাদেশ সাঁতার ফেডারেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এসএম কবিরুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে, সুইমিং ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সরকার মনোনীত বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল।
বিনা প্রতিদ্বন্দ্বীতায় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর, তরফদার মো. রুহুল আমিন, মো. আবদুল হামিদ ও মো. সোলায়মান বিশ্বাস। কার্যনির্বাহী কমিটির যুগ্ম-সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. সেলিম মিয়া ও মো. আমিরুল ইসলাম। কোষাধাষ্য হিসেবে দায়িত্ব পালন করবেন মো. রেজাউল হোসেন বাদশা।
সুইমিং ফেডারেশনের এই নির্বাচনে সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন ১৬জন। তারা হলেনঃ এ কে এম এ হাসান ফিরোজ, জি এম রেজাউল ইসলাম, মো. মুরশীদ আবেদীন, তপন চন্দ, এস এ এম আছলাম মোরশেদ, আনজুমান আরা বেগম, নিবেদিতা দাস, সিরাজুল ইসলাম, মাহমুদা শরীফ, আলহাজ্ব এইচ আর খান পাঠান সাখি, সৈয়দ সালেহ আহম্মদ, মো. মোখলেছুর রহমান হাওলাদার, মোহাম্মদ মনিরুজ্জামান, এ. কে. এম. ফারুক, আবুল হাশেম ও মো. তরিকুল ইসলাম।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.