এ বছরের আইপিএলে খেলবেন না দক্ষিণ আফ্রিকার তারকা পেসার ডেল স্টেইন। এক টুইট বার্তায় এ কথা নিজেই জানিয়েছেন প্রোটিয়া গতি তারকা। মূলত নিজেকে বিশ্রাম দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
গতবছরও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে হয়ে খেলেছিলেন ডেল স্টেইন। তবে মাত্র তিন ম্যাচেই সুযোগ পেয়েছিলেন তিনি। আর তিন ম্যাচে মাত্র একটি উইকেট নিয়েছেন তিনি। তবে এ বছরের আইপিএলে আর দেখা যাবে না তাকে। তবে এখনই অবসর নিচ্ছেন না প্রোটিয়া পেসার। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, "ছোট্ট একটা বার্তা দেই সবাইকে, এ বছরের আইপিএলে আমি আরসিবির (রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর) হয়ে খেলছি না। আইপিএলের অন্য কোন ফ্র্যাঞ্চাইজিতেও আমাকে দেখা যাবে না। আসলে ওই সময়টাতে আমি একটু বিশ্রাম নিতে চাই। আমাকে বুঝতে পারার জন্য আরবিসি কর্তৃপক্ষকে ধন্যবাদ। না, এখনই অবসর নিচ্ছি না।"
আরসিবি ছাড়াও এর আগে গুজরাট লায়ন্স, সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছেন স্টেইন। সবমিলিয়ে ৯৫ ম্যাচের আইপিএল ক্যারিয়ারে ৬.৯১ গড়ে ৯৭ উইকেট নিয়েছেন তিনি।
তবে এপ্রিল- মের সেই সময়টাতে সুযোগ বুঝে অন্য কোনো লিগে খেলার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। অবসরের কথা না ভেবে ক্রিকেটকে ভালবাসা স্টেইন, খেলা চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
আবুধাবিতে আসন্ন টি-১০ লিগে মাঠ মাতাতে দেখা যাবে এই গতি তারকাকে।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.