বরোদা ক্রিকেট দলের অধিনায়ক ক্রুনাল পান্ডিয়ার বিপক্ষে ক্ষমতা দেখানো ও বাজে আচরণের অভিযোগ আনেন দলটির সহ-অধিনায়ক ভারতীয় ব্যাটসম্যান দিপক হুদা। আনুষ্ঠানিক ভাবে চিঠি দেন বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে, তবে অভিযোগ করে উল্টো অভিযুক্ত হয়ে পড়েন তিনি।
এই ঘটনায় তিনি স্কোয়াড থেকে বের হয়ে যান, এরপর অভিযোগ না নিয়ে উল্টো তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনে বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন। সংস্থাটি দিপক হুদাকে অভিযুক্ত করে পুরো মৌসুমের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে, ফলে বিচার চাইতে গিয়ে উল্টো বিচারের মুখোমুখি হতে হলো তাকে।
বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের এমন সিদ্ধান্তে অবাক বরোদা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান। তিনি বলেন, "জৈব-সুরক্ষা বলয়ে খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্যের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত। কিন্তু দিপক হুদা অনিয়মের অভিযোগ করে শাস্তির মুখে পড়লো।"
ভারতের হয়ে এখনো খেলার সুযোগ না হলেও আইপিএলের কল্যাণে বেশ পরিচিত মুখ দিপক হুদা, ২০১৬ সালে প্রথমবারের মতো আলোচনায় আসেন তিনি। সেবার দিপক হুদাকে ৪ কোটি ২০ লাখ রুপিকে দলে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ, আইপিএলে এখন পর্যন্ত তিনি ৬৮ ম্যাচ খেলে ৬২৫ রান ও ৭ উইকেট পেয়েছেন।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.