আজ হ্যান্ডবল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ডেনমার্ক ও সুইডেন
নিউজ ডেস্ক
৩১ জানুয়ারী ২০২১, সকাল ৮:২৭ সময়
ছবিঃ ইন্টারনেট।
বর্তমান চ্যাম্পিয়ন ডেনমার্ক ও ১৯৯৯ সালের চ্যাম্পিয়ন সুইডেনের মধ্যকার ম্যাচটি মিশরের কাইরোতে আজ রাত ১০ঃ৩০ মিনিটে শুরু হবে। ফাইনালের মহরণের আগে আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি জনাব ড. হাসান মোস্তফা বক্তব্য প্রদান করবেন।
ডেনমার্ক ও সুইডেন এর আগে কখনও মোকাবেলা করেনি। বর্তমান চ্যাম্পিয়ন ডেনমার্ক ১৯৯৩ সাল থেকে নিয়মিত বিশ্বকাপ খেলছে। অন্যদিকে সুইডেন চার বার চ্যাম্পিয়ন হলেও সর্বশেষ ১৯৯৯ সালে বিশ্বকাপ জিতেছিল তাই এই সুযোগ হাত ছাড়া করতে চাইবে না তারা।
সেমিফাইনালে স্পেনের বিপক্ষে ৩৫-৩৩ ব্যবধানে জয় নিয়ে বিশ্ব হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে আসে ডেনমার্ক। অন্যদিকে ফ্রান্সকে ৩২-২৬ ব্যবধানে হারিয়ে ডেনমার্কের প্রতিপক্ষ হয়েছে সুইডেন।
গত ১৩ই জানুয়ারি মিশরের চারটি ভেন্যুতে ৩২ টি দল নিয়ে এই টুর্নামেন্ট শুরু হয়েছিল, এবারের আসরটি টুর্নামেন্টটির ২৭তম আয়োজন।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.